Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
Beta
রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

হত্যা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি গ্রেপ্তার

গুলশান থেকে মঙ্গলবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা।
গুলশান থেকে মঙ্গলবার র‌্যাবের হাতে গ্রেপ্তার হন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালা।
[publishpress_authors_box]

হত্যা মামলার আসামি ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

ঢাকায় গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা মঙ্গলবার মধ্যরাতে র‍্যাবের আইন ও সংবাদমাধ্যম শাখার পাঠানো বার্তায় নিশ্চিত করা হয়েছে।

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডিকে গ্রেপ্তারের বিষয়ে র‌্যাব সদর দপ্তরের আইন ও সংবাদমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য দিলীপ কুমার আগারওয়ালাকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর বাড্ডা এলাকায় হৃদয় আহমেদ নামের এক তরুণ নিহত হয়। এ ঘটনায় ২৩ আগস্ট মামলা হয়।

মামলায় দিলীপ কুমার আগারওয়ালাসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হৃদয় আহমেদকে হত্যার অভিযোগ আনা হয়।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছিলেন দিলীপ কুমার আগারওয়ালা।

সম্প্রতি তার বিরুদ্ধে মুদ্রাপাচারসহ আর্থিক অপরাধের অভিযোগ তদন্ত শুরুর কথা জানায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশ থেকে চোরাচালানের মাধ্যমে সোনা ও হীরা আনা, আমদানির নামে বিদেশে অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে শোরুমে প্রকৃত হীরার বদলে কাচের টুকরো বিক্রির অভিযোগ আছে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপের বিরুদ্ধে।

এছাড়া দুবাই ও সিঙ্গাপুরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, কলকাতায় তিনটি জুয়েলারি দোকান ও ১১টি বাড়ি, মালয়েশিয়া, দুবাই ও কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ এবং প্রতারণার মাধ্যমে ৪০ কোটি টাকা বিনিয়োগ করে অবৈধভাবে একটি ব্যাংকের পরিচালক হওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।      

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত