Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

এবার ১ টাকা কমল ডিজেল-কেরোসিনের দাম

petrol-pump-310324
[publishpress_authors_box]

এবার ডিজেল ও কেরোসিনের দাম লিটারে এক টাকা কমেছে। জানুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করেছে সরকার। তবে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-অকটেনের দাম।

মঙ্গলবার রাতে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জ্বালানি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়। প্রাইসিং ফর্মুলা অনুযায়ী জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেল ও কেরোসিনের দাম কামানো হয়েছে।

ডিজেল ও কেরোসিনের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৫ টাকা থেকে ১ টাকা কমিয়ে ১০৪ টাকা করা হয়েছে। অকটেন ও পেট্রোলের দাম একই রয়েছে। বর্তমানে প্রতি লিটার অকটেন পড়ছে ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা।

চলতি ডিসেম্বর মাসে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রয়েছে। এর আগের মাস নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৫০ পয়সা করে কমানো হয়েছিল।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত