দিলজিৎ দোসাঞ্জ যেন থামছেনই না। দিল-লুমিনাটি ট্যুর দিয়ে ভক্তদের মাত করবার পরই এলো আরেকটি চমক। ভক্তদের এবার চমকে দিলেন আসন্ন সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে। জানা গেল তার অভিনীত ‘পাঞ্জাব নাইনটি ফাইভ’ -এর প্রচারণার অংশ এটি। সিনেমাটি সমাজকর্মী জাসওয়ান্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে নির্মিত।
দিলজিৎ-এর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে প্রকাশিত ওই ফার্স্ট লুকে দেখা যায়, রক্তাক্ত মুখের দিলজিৎ দুচোখ বন্ধ করে মাটিতে বসে আছেন। পরনে সাধারণ কুর্তা এবং পাগড়ি। ক্যাপশনে লেখা, “আই চ্যালেঞ্জ দ্য ডার্কনেস।” অনেকেই মনে করছেন, ফার্স্ট লুকটি হয়তো, আবেগে পরিপূর্ণ তীব্র কোন গল্পের ইঙ্গিত দিচ্ছে।
এই ফার্স্ট লুক প্রকাশের আগে, ‘চামকিলা’ খ্যাত অভিনেতা দিলজিৎ ভক্তদের উদ্দেশ্যে সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছিলেন। যাতে লেখা ছিল, “বহু প্রতীক্ষার সিনেমাটি মুক্তি পেতে চলেছে ফেব্রুয়ারিতে। সাথে থাকুন বন্ধুরা।”
জাশওয়ান্ত সিং খালরার জীবনের উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমাটি গত বছর আলোচিত ছিল ভিন্ন এক কারণে। সিনেমাটিকে সে সময় ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে ছাড়পত্র পেতে বেগ পেতে হয়। সেন্সর বোর্ড সিনেমার ৮৫ থেকে ১২০টি দৃশ্য বাদ দেওয়ার সুপারিশ করেছিল।
সংবাদ মাধ্যম মিড-ডে-র প্রতিবেদনে বলা হয়েছে, সেন্সর বোর্ডের সবচেয়ে বড় পরিবর্তনের সুপারিশ নাকি ছিল সিনেমা থেকে খালরার নামই সরিয়ে ফেলা।
প্রতিবেদনে আরও বলা হয়, সেন্সর বোর্ডের কর্তারা দিলজিৎ অভিনীত ‘পাঞ্জাব নাইন্টি ফাইভ’ এর পরিচালক হানি ত্রেহান কে, সিনেমার নামটিও বাদ দিতে বলেন।
সমাজকর্মী জাসওয়ান্ত সিং খালরা ১৯৯৫ সালের সেপ্টেম্বরে নিখোঁজ হন। দশ বছর পর, তার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছয়জন পাঞ্জাব পুলিশ অফিসারকে দোষী সাব্যস্ত করা হয়।