প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আব্দুস সামাদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে তাকে দ্রুত অপসারণ দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল কর্মকর্তা-কর্মচারী।
মঙ্গলবার রাজধানী ঢাকার মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ভেতরে ব্যানার হাতে দাঁড়িয়ে তারা এই বিক্ষোভ করেন। অধিদপ্তরের ডিজি হিসেবে তারা তার পরিবর্তে একজন শিক্ষাবান্ধব ও অভিজ্ঞ কর্মকর্তাকে পদায়নের দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে অধিদপ্তরের যেসব কর্মকর্তা বক্তব্য রাখেন তাদের মধ্যে ছিলেন রেজ্জাক সিদ্দিকী, রফিকুল ইসলাম রুমি, আলমগীর হোসেন, সিদ্দিক জিন্নাত আলী বিশ্বাস প্রমুখ।
আওয়ামী লীগ সরকার আমলে গত ২৬ মে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডিজি হিসেবে আব্দুস সামাদকে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন।
বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীদের অভিযোগ, আব্দুস সামাদ যোগদানের পর থেকেই স্বৈরাচারী মনোভাব দেখান। তিনি ঘোষণা দেন, তার কক্ষে পরিচালক পদমর্যাদার নিচের কোনও কর্মকর্তা প্রবেশ করতে পারবেন না। তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণ করেন ও তার কক্ষ থেকে বের করে দেন, যা নজিরবিহীন। অধিদপ্তরে শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতেও কোনও সমস্যা বা সংস্কারের কথা বলতে দেননি ডিজি সামাদ।
বিক্ষুব্ধ কর্মকর্তা ও কর্মচারীরা বলছেন, বদলি-বাণিজ্যের সুনির্দিষ্ট অভিযোগে এই কর্মকর্তার একান্ত সহকারী হাবিবুর রহমানের বিরুদ্ধে অনেকবার পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।