বাস দুর্ঘটনায় পা হারিয়ে দিশেহারা হয়ে পড়েন গাজীপুরের শিপন মিয়া। টেকনাফের মোহাম্মদ সিফাতের এক পা কেটে ফেলতে হয়েছিল ভুল চিকিৎসার কারণে। এক পা নিয়ে জন্মেছেন আল আমিন হোসেন। শারীরিক প্রতিবন্ধী হয়ে জীবনের সব আশা ছেড়ে দেওয়া এই মানুষদের আশা দেখিয়েছে ফুটবল। জীবনের সব আনন্দ ফুটবলেই খুঁজে ফেরেন শিপন, সিফাতেরা।
মঙ্গলবার বাফুফের কৃত্রিম টার্ফে এই ফুটবলাররা জড়ো হয়েছিলেন তারুণ্যের উৎসবে। বাফুফে অ্যামপিউটি ফুটবল উৎসবে অংশ নেয় জুলাই বিপ্লবে শহীদ মুগ্ধ একাদশ, আবু সাঈদ একাদশ, ইয়ামিন একাদশ ও সাফাত একাদশ। এই দলগুলোতে খেলেছেন সবাই।
আগামী ৬-১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। বাফুফের আয়োজনে মঙ্গলবারের এই টুর্নামেন্টকে এশিয়ান চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি হিসেবেও দেখছেন বাংলাদেশ অ্যামপিউটি ফুটবল অ্যাসোসিয়েশন (বাফা)।
সেভেন এ সাইড টুর্নামেন্টে অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল ও স্বাগতিক বাংলাদেশ।
বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রতিযোগিতা আয়োজন করতে পেরে খুশি বাফার সহ-সভাপতি বদিউজ্জামান আল আমিন, “আমাদের কেউই কোনও সহযোগিতা করছে না। এই অবস্থায় বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ভাই ভেন্যু দেওয়াসহ সব সহযোগিতা করবেন আমাদের।”
অ্যামপিউটি ফুটবলের শুরুটা হয়েছে শিপন মিয়ার হাত ধরে। কিন্তু দেশে এই ফুটবলের বিস্তৃতি নেই বলে আক্ষেপ তার, “আমি বাংলাদেশের প্রথম অ্যামপিউটি ফুটবলার। আমরা ৪-৫ জন মিলে শুরু করি এই খেলা। কিন্তু যেভাবে এর বিস্তৃতি হওয়ার কথা ছিল সেভাবে হয়নি। আমরা খুবই হতাশ।”
এই ফুটবল টুর্নামেন্টে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে। প্রতিবন্ধী এই ফুটবলারদের দেখে নিজের মধ্যেই যেন প্রেরণা খুঁজে নিলেন তিনি, “প্রতিদিন ভোরে উঠে আমাদের নিজেদের জীবন নিয়ে হাজারো অভিযোগ থাকে। কিন্তু এই ফুটবলারদের দেখে আমার সব অভিযোগ শেষ হয়ে গেছে। সত্যি বলতে ডিজঅ্যাবিলিটি ইজ নট ইন অ্যাবিলিটি। এদের দেখে জীবনে এগিয়ে চলার অনুপ্রেরণা পাই। ভবিষ্যতে যদি এই ফুটবলারদের আরও টুর্নামেন্টে আমাকে আমন্ত্রণ জানায় তাহলেও আসব আমি।”
টুর্নামেন্ট দেখতে আমন্ত্রণ জানানো হয়েছিল জুলাই অভৗুত্থানে আহত আল আমিনকে। পুলিশের গুলিতে আহত আল আমিনের এক পা কেটে ফেলতে হয়। পা হারানো এই ফুটবলারদের দেখে তিনি বলেন, “আমি আজ এসে দেখলাম ওরা কিভাবে ফুটবল খেলে। আমিও ওদের মতো ফুটবল খেলতে চাই।”
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মুগ্ধ একাদশ। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম।