Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার বন্ধে মেটাকে আহ্বান

yunus and meta
[publishpress_authors_box]

সোশ্যাল মিডিয়া ফেইসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে বাংলাদেশের বিরুদ্ধে নির্দিষ্ট কিছু দেশ থেকে পরিচালিত বিভ্রান্তিমূলক বা মিথ্যা প্রচারণা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার উদ্দেশ্যে এই প্রচারণা চালানো হচ্ছে। এ ক্ষেত্রে বড় ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার আমরা।”

রবিবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার মানবাধিকার নীতিমালা বিষয়ক পরিচালক মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন।

বাসসের খবরে বলা হয়েছে, মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতিমালা ব্যাখ্যা করেন এবং জানান যে তারা তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিমূলক বা মিথ্যা তথ্য ছড়াতে না পারে তা প্রতিরোধে সতর্ক রয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য যেন মেটা তাদের প্রযুক্তির ব্যবহার আরও সহজ করে সেজন্য মেটা কর্তৃপক্ষকে অনুরোধ করেন প্রধান উপদেষ্টা।

অধ্যাপক ইউনূস বলেন, “প্রযুক্তি কোনও কিছু বাস্তবায়ন করার উপকরণ। তবে প্রযুক্তি আমাদের উদ্দেশ্য ঠিক করে দেয় না। তাই প্রযুক্তি আমাদের পুনঃউদ্ভাবন করতে হবে যেন এটি নিখুঁত হয়।”

প্রধান উপদেষ্টা বলেন, ফেইসবুক ব্যবহার করে বিশাল সম্ভাবনা তৈরির সুযোগ রয়েছে। এটি তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ব্যবহৃত হতে পারে।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠীর সহায়তায় ফেইসবুকের সঙ্গে সরকার যোগাযোগ চালিয়ে যাবে বলেও জানান অধ্যাপক ইউনূস।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত