Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

‘দৃশ্যম থ্রি’ দিয়ে কি ইতি টানবেন মোহনলাল

মালায়ালাম তারকা মোহনলাল
মালায়ালাম তারকা মোহনলাল
[publishpress_authors_box]

মালায়ালাম ইন্ডাস্ট্রির দৃশ্যম সিনেমাটি, মালায়ালাম থ্রিলার ধারার সিনেমাকে পৌঁছে দিয়েছে অন্য উচ্চতায়। ২০১৩ সালে নির্মিত এই সিনেমাটি সে সময় দর্শকদের ব্যাপক ভালোবাসা এবং প্রশংসা অর্জন করে। সিনেমাটির বলিউড রিমেকও তৈরি হয়। মালায়ালাম ভাষায় নির্মিত ‘দৃশ্যম’ সিনেমার প্রধান চরিত্রে ছিলেন মোহনলাল।

এর পর দৃশ্যম টু ছিল প্রথমটির মতোই সফল। যা কিনা ভক্তদের মনে সিনেমাটির তৃতীয় সিক্যুয়েলের প্রত্যাশাও তৈরি করে। কিন্তু ভক্তদের মনে প্রশ্ন, দৃশ্যম থ্রি কবে আসবে?

এর উত্তর দিয়েছেন মোহনলাল নিজেই।

গালাত্তা ডট কম এক সাক্ষাৎকারেএই নিয়ে প্রশ্ন করে মোহনলালকে। সে সময় তিনি দৃশ্যম টু নির্মান নিয়ে স্মৃতিচারণ করেন।

মোহনলাল বলেন, “দৃশ্যম টু এর জন্য আমরা অপেক্ষা করেছিলাম দীর্ঘদিন। ছয় বছর পর যখন এই সিনেমা নিয়ে আমরা পরিকল্পনা শুরু করি, তখন কোভিড চলে আসে।”

তবে সেই পরিস্থিতি সিনেমার জনপ্রিয়তায় কোনো বাধা হতে পারেনি জানিয়ে তিনি বলেন, “কিন্তু সেই কোভিড পরিস্থিতিতেই ‘দৃশ্যম’ এমন কিছু ঘটায় যা মালায়ালাম শিল্পের জন্য একটি বড় ঘটনা। সারাবিশ্বে মানুষ এই সিনেমাটি উপভোগ করে”।

তিনি আরও জানান দৃশ্যম কিভাবে মালায়ালাম চলচ্চিত্রকে বিশ্বমানচিত্রে নিয়ে যায় আর দৃশ্যম দেখেই নাকি অনেকেই মালায়ালাম সিনেমা দেখা শুরু করে।

কিন্তু সিক্যুয়েলের কী খবর?

“আমরা এখন ‘দৃশ্যম থ্রি’ নিয়ে কাজ করছি।” বলেন মোহনলাল।

দৃশ্যম এ মোহনলাল ছাড়াও আরও অভিনয় করেছেন মীনা, আনসিবা হাসান, এস্থার অনিল, আশা শরৎ, সিদ্দিক, নীরাজ মাধবসহ অনেকেই। সিনেমাটির নির্মাতা জিতু জোসেফ।  

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত