Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

চেক বাউন্স হওয়ায় পারিশ্রমিক জটিলতা, অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

rajshahi 2
[publishpress_authors_box]

বিপিএল শুরুর আগেই ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা দলগুলোর। দুর্বার রাজশাহী কর্তৃপক্ষ তখন রাজশাহীর ক্রিকেটারদের শুরুর পারিশ্রমিক পরিশোধ করেনি। বিপিএলের ঢাকা পর্বে এক সংবাদ সম্মেলনে তবুও আশার কথা শুনিয়েছিলেন তাসকিন আহেমদ।

তাসকিন জানিয়েছিলেন মালিক পক্ষ তিন-চারদিনের মধ্যেই বিষয়টি মীমাংসা হওয়ার আশ্বাস দিয়েছে। সেই তিন-চারদিন বিপিএলের দুই পর্ব পেরিয়ে গেলেও শেষ হয়নি। সবশেষ খবর দুর্বার রাজশাহী কর্তৃপক্ষের দেওয়া ক্রিকেটারদের পারিশ্রমিকের অঙ্কের চেক বাউন্স হয়েছে।

এ নিয়ে হতাশা ও ক্ষোভ কাজ করছে দলটির ক্রিকেটারদের মধ্যে। চট্টগ্রামে তৃতীয় পর্ব শুরুর আগে তাই প্রথমদিন অনুশীলন করেননি রাজশাহীর ক্রিকেটাররা।

দুর্বার রাজশাহীর পারিশ্রমিক পরিশোধে মিরপুরেই অন্যরকম কথা শুনিয়েছিলেন দলটির অধিনায়ক এনামুল হক বিজয়। বলেছিলেন, “মালিকপক্ষ পরিশোধ না করলে বিসিবি তো আছেই।” তার কথায় স্পষ্ট দলের অধিনায়ক হয়েও বিজয় বসে আছেন বিসিবি থেকে সমাধান আসার, দুর্বার রাজশাহীর মালিক থেকে নয়। জানা গেছে অধিনায়ক হিসেবে বর্তমান পরিস্থিতির সমাধান করার কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না তার মধ্যে।

মালিক পক্ষের দেওয়া ক্রিকেটারদের ২৫ ভাগ পারিশ্রমিক অর্থমূল্যের চেক বাউন্স হয়েছে। ক্লাবের পক্ষ থেকে বলা হচ্ছে চেকে নাম বা অর্থের অঙ্কের ভুল লেখার কারণে বাউন্স হয়েছে। তবুও অধিনায়ক বিজয়ের পক্ষ থেকে কোন বিবৃতি বা বার্তা দেওয়া হয়নি ক্রিকেটারদের।

মঙ্গলবার রাত সোয়া ১১টায় দুর্বার রাজশাহী অফিশিয়ালি জানিয়েছিল, বুধবার সকাল ১০টা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের ঠিক ১০-১২ মিনিট আগে দলটির গ্রুপে জানানো হয়, দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে, বিশ্রামে থেকেই দিনটা পার করবে তারা।

বিশ্রামের কারণে নয় পারিশ্রমিক জটিলতায় এই সিদ্ধান্ত নিয়েছে দুর্বার রাজশাহী ক্রিকেটাররা। দলীয় সূত্রে জানা গেছে স্থানীয় ক্রিকেটার শুধু নয় বিদেশি ক্রিকেটারদের কেউ কেউ পারিশ্রমিকের ২৫ ভাগ পাননি।

কবে পারিশ্রমিক দেওয়া হবে তাও বলছেন না দলটির মালিকপক্ষ। এমন অবস্থায় কোন পারিশ্রমিক না দিয়েই টুর্নামেন্ট শেষ করার শঙ্কা দেখা দিয়েছে। শুধু পারিশ্রমিক নয়। ক্রিকেটারদের প্রতিদিনের খরচও দিচ্ছে না দলটি।  

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে দুর্বার রাজশাহীর টিম ম্যানেজার মেহরাব হোসেন অপি পারিশ্রমিক বকেয়া থাকার কথা স্বীকার করেছেন। সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।  পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বাতিল তা স্বীকার করতে নারাজ অপি।

তিন মৌসুম পর রাজশাহী ফ্র্যাঞ্চাইজি ফিরেছে আবারও বিপিএলে। ৬ ম্যাচে এখন পর্যন্ত ২ জয় ও ৪ হার তাদের। ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে আছে তারা। চট্টগ্রাম পর্বে  সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত