Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

উড়ছে ধুলো, কষ্ট শ্বাসে

ক্যালেন্ডারের পাতায় বছরের শেষ মাস। পাতাঝরার দিন নিয়ে আসছে শীতকাল। প্রকৃতিতে তাই টের পাওয়া যাচ্ছে রুক্ষতা। সেই রুক্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুলো। ছবি : হারুন-অর-রশীদ
ক্যালেন্ডারের পাতায় বছরের শেষ মাস। পাতাঝরার দিন নিয়ে আসছে শীতকাল। প্রকৃতিতে তাই টের পাওয়া যাচ্ছে রুক্ষতা। সেই রুক্ষতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধুলো। ছবি : হারুন-অর-রশীদ
[publishpress_authors_box]
[publishpress_authors_box]
ধীরে ধীরে মলিন হয়ে পড়ছে গাছগুলো। গাছের পাতাগুলো যেন সেই মলিনতার গল্পই শোনাচ্ছে। ছবি : হারুন-অর-রশীদ
ধীরে ধীরে মলিন হয়ে পড়ছে গাছগুলো। গাছের পাতাগুলো যেন সেই মলিনতার গল্পই শোনাচ্ছে। ছবি : হারুন-অর-রশীদ
এই সময় ত্বক যেমন আর্দ্রতা হারায়, তেমনি চারপাশের পরিবেশও শুষ্ক হয়ে পড়ে। তাই ধুলাবালুর পরিমাণও বেড়ে যায়। ছবি : হারুন-অর-রশীদ
এই সময় ত্বক যেমন আর্দ্রতা হারায়, তেমনি চারপাশের পরিবেশও হয়ে পড়ে শুষ্ক। তাই ধুলোবালির পরিমাণও বেড়ে যায়। ছবি : হারুন-অর-রশীদ
যানবাহন যেন ধুলোগুলোকে আরও বেশি ছড়িয়ে দিচ্ছে প্রকৃতির মাঝে। তাতে বিপদে পড়ছে পথচলতি মানুষ। ছবি : হারুন-অর-রশীদ
যানবাহন যেন ধুলোগুলোকে আরও বেশি ছড়িয়ে দেয় প্রকৃতির মাঝে। তাতে বিপদে পড়ে পথচলতি মানুষ। ছবি : হারুন-অর-রশীদ
এসময় ধুলোবালির কারণে তৈরি সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে নিতে হবে বাড়তি সতর্কতা। ছবি : হারুন-অর-রশীদ
ধুলোবালির কারণে তৈরি সংক্রমণ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এসময় তাই নিতে হবে বাড়তি সতর্কতা। ছবি : হারুন-অর-রশীদ
ঢাকার পোস্তগোলা এলাকায় পাগলা রোডে ছড়িয়ে থাকা ধুলোর ছবি তুলেছেন : হারুন-অর-রশীদ
ঢাকার পোস্তগোলা এলাকায় পাগলা রোডে ছড়িয়ে থাকা ধুলোর ছবি তুলেছেন : হারুন-অর-রশীদ

আরও পড়ুন