ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।
শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিট ৪০ সেকেন্ডে অনূভূত ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ মিয়ানমারে ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মাঝারি শ্রেণির এই ভূমিকম্প সিলেট মহানগরীতে বহুতল ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করলেও এতে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প সংঘটন বার্তায় জানানো হয়, ভূমিকম্পটি উৎপত্তিস্থলের ভৌগলিক অবস্থান হচ্ছে– ২৪ দশমিক ৯২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪ দশমিক ৯৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজীব হোসাইন সকাল সন্ধ্যাকে জানান, ঢাকার ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উত্তরপূর্ব দিকে ৪৮২ কিলোমিটার দূরে ভূমিকম্পটি উৎপত্তি বলে নিশ্চিত হওয়া গেছে।
ওই জায়গাটি প্রতিবেশী দেশ মিয়ানমারে পড়েছে জানিয়ে তিনি বলেন, ৫ মাত্রার ভূমিকম্পটি ছিল মাঝারি শ্রেণির।
যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাও (ইউএসজিএস) জানিয়েছে, মিয়ানমারে সৃষ্ট ভূমিকম্পটি ৫ মাত্রার ছিল।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সকাল সন্ধ্যার আঞ্চলিক প্রতিবেদক, সিলেট]