ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলে রবিবার জানিয়েছে ভারতীয় হাইকমিশন। সেখানে শেখ হাসিনার অব্যাহত সুস্বাস্থ্য ও মঙ্গলও কামনা করেন তিনি।
চিঠির বরাত দিয়ে বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী মোদি তার চিঠিতে জোর দিয়ে বলেছেন, উৎসব আমাদের ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা মনে করিয়ে দেয়। যা একটি শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।”
নরেন্দ্র মোদী ঈদুল আজহাকে ‘বহু-সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ’হিসেবে বর্ণনা করেছেন।