Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

গণতন্ত্রে ফেরার একমাত্র পথ নির্বাচন : ফখরুল

ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস
ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : বাসস
[publishpress_authors_box]

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, দেশে গণতন্ত্রের উত্তরণ ঘটাতে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, “জনগণের সার্বিক কল্যাণ ও দেশের স্থায়ী উন্নয়ন নিশ্চিত করতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কোনও বিকল্প নেই।”

রবিবার বিকেলে ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে জেলা বিএনপি আয়োজিত ‘জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে আমরা গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি।

“ক্রীড়াঙ্গন বলুন কিংবা এ অঙ্গনের জনপ্রিয় খেলা ফুটবল ও ক্রিকেট বলুন এবং সাংস্কৃতিক অঙ্গন বলুন আর সুশাসন বলুন সব ক্ষেত্রে একটাই পথ, যেটার মাধ্যমে আমরা দেশকে এগিয়ে নিতে পারি। তাই আসুন আমরা সে লক্ষ্যে আরেকটি নতুন সংগ্রাম শুরু করি।”

গত ১৬ বছর দেশের ওপর স্বৈরশাসনের পাথর চেপে বসেছিল এমন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার অভিযোগ তোলেন।

তিনি বলেন, “তরুণ শিক্ষার্থীদের উদ্যোগে ভূমিকম্পের মতো এক আন্দোলনে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। এর সুফল ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গনসহ মানুষের জীবনের সবক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর (উত্তর) বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া সম্পাদক ফুটবলার আমিনুল হক, বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মির্জা ফয়সাল আমীন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বির ও পৌর বিএনপি সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যরা।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত