Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন : প্রেস সচিব

ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম। ছবি : পিআইডি
ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম। ছবি : পিআইডি
[publishpress_authors_box]

প্রধান উপদেষ্টা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা একটি সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করেছেন, যেখান থেকে এটা স্পষ্ট যে ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন নির্বাচনের সময় ও তারিখ নির্ধারণ করার দায়িত্ব নির্বাচন কমিশনের।”

মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ফরেইন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রেস সচিব।

বিজয় দিবসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ২০২৫ সালের শেষ থেকে ২০২৬ সালের মধ্যভাগের মধ্যে যেকোনো সময় জাতীয় নির্বাচনের আয়োজন করা যেতে পারে।

প্রধান উপদেষ্টার সেই কথাই পুনর্ব্যক্ত করলেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বাংলাদেশে সবশেষ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে চলতি বছরের ৭ জানুয়ারি। দ্বাদশ এই সংসদ নির্বাচন জয় পেয়ে সরকার গঠন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ। তবে তীব্র ছাত্র-গণঅভ্যূত্থানের মুখে ৮ মাস না পেরোতেই ক্ষমতাচ্যুত হয় শেষ হাসিনার সরকার।

৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। যার নেতৃত্ব দিচ্ছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

জুলাই অভ্যুত্থানে জড়িতদের বিচারের প্রসঙ্গে প্রেস সচিব বলেন, “যাদের হাত রক্তে লাল হয়েছে তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে, তাদের কোনও ক্ষমা নেই। জুলাই-আগস্ট গণহত্যায় যারা জড়িত ছিলেন রাজনৈতিক পরিচয় নির্বিশেষে তাদের বিচারের আওতায় আনা হবে।”

এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে যারা বিভিন্ন বিচারবহির্ভূত হত্যা ও গুমের সঙ্গে জড়িত ছিল, তাদেরও বিচার করা হবে; তারা যে-ই হোন না কেন বিচারের আওতায় নেওয়া হবে, যুক্ত করেন শফিকুল আলম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত