Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
Beta
মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

নির্বাচন সংস্কার কমিশনের মেয়াদ বাড়ল

image
[publishpress_authors_box]

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের মেয়াদ আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়েছে বাসস।

প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার ৩ অক্টোবর ২০২৪ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন এস.আর.ও নম্বর ৩২৯-আইন/২০২৪ দ্বারা গঠিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন-এর মেয়াদ আগামী ১৫ জানুয়ারি, ২০২৫ তারিখ পর্যন্ত বর্ধিত করল। এই প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে।”

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত গত ৫ আগস্ট আওয়ামী লীগের সরকার পতন হলে শূন্যতা পূরণে গঠিত অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। ।

গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন।

পরে দেশের ছয় বিশিষ্ট নাগরিককে কমিশনের প্রধান করে নির্বাচন ব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন ও সংবিধান সংস্কারে ছয়টি সংস্কার কমিশন গঠন করা হয়।

এর মধ্যে আট সদস্য বিশিষ্ট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান করা হয় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত