পঞ্চম অ্যাম্বাসি কাপ ফুটবল টুর্নামেন্টের নতুন চ্যাম্পিয়ন সৌদি আরব দূতাবাস। গোলশূন্য ম্যাচ শেষে ইউরোপীয় ইউনিয়নকে টাইব্রেকারে ৩-২ গোলে হারায় সৌদিরা। বিশটির বেশি দেশ ও সংস্থার অংশগ্রহণে দুদিনের ফুটবল টুর্নামেন্টে শুরু থেকেই ভালো খেলে চ্যাম্পিয়ন হয়েছে সৌদি আরব।
ফাইনাল ম্যাচ উপলক্ষ্যে শনিবার বিকেলে টুর্নামেন্টের ভেন্যু পার্টনার ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার প্রাঙ্গণে দেশি বিদেশি কূটনীতিবিদ ও তাদের পরিবারের সদস্যদের পদচারণায় মুখর ছিল।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখতে এসে সৌদি দূতাবাসের উপরাষ্ট্রদূত আবদুল আজিজ ইব্রাহিম উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “গতকাল সৌদি আরবের প্রথম ম্যাচ দেখেছি মাঠে বসে। তখন থেকেই আমি জানতাম আমরা চ্যাম্পিয়ন হবো।”
ফাইনাল ম্যাচ শেষে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক রইস হাসান সারোয়ার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, সৌদি আরবের উপ রাষ্ট্রদূত আবদুল আজিজ ইব্রাহিম এবং ব্রিটিশ হাইকমিশনের উপ হাইকমিশনার জেমস গোল্ডম্যান চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হন সৌদি আরবের আবদেল মাজিদ। আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফিলিস্তিন দূতাবাসের মোহাম্মদ জিহাদ। সেরা গোলকিপার সৌদি আরবের আইমান আবদাল।
ফেয়ার প্লে ট্রফি জিতেছে স্বাগতিক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। গেম প্লে স্পিরিট অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছে নেদারল্যান্ডস দূতাবাস। দুদিন ধরে এই আয়োজনে রাউন্ড রবিন ও নকআউট পদ্ধতিতে মোট আটচল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের তৃতীয় স্থান অধিনায়ক করেছে বিশ্বব্যাংক।
সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গেম প্লের চেয়ারম্যান ফয়সাল তিতুমীর, প্রধান নির্বাহী কর্মকর্তা মাকসুম-উল-হোসেন, বাংলাতেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, বাফুফে সদস্য সাখাওয়াত হোসাইন ভূঁইয়া, সৌদি এয়ারলাইনসের মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, ব্রাদার্স ফার্নিচার্সের পরিচালক সাইফুজ্জামান সরকার, ইউনাইটেড হেলথকেয়ারের তারেক সামি রহমান, ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার পরিচালক অ্যানি আরিফ, যমুনা টেলিভিশনের তাহমিদ অমিত এবং নির্ভানার প্রধান নির্বাহী কর্মকর্তা সুমাইয়া আজমী।
অ্যাম্বাসি ফুটবল ফেস্ট ২০২৪ এর টাইটেল স্পন্সর সাউদিয়া এয়ারলাইন্স। কো স্পন্সর ব্রাদার্স ফার্নিচার্স এবং কনকর্ড। হসপিটালিটি পার্টনার দ্যা ওয়েস্টিন এবং শেরাটন। আইসক্রিম পার্টনার পোলার। হেলথকেয়ার পার্টনার ইউনাইটেড হেলথকেয়ার, ভেন্যু পার্টনার আইএসডি, হাইজিন পার্টনার পারটেক্স, বেভারেজ পার্টনার ব্রুভানা, মেস্টাল হেলথ ও ওয়েলনেস পার্টনার নিরভানা এবং হাইড্রেশন পার্টনার ড. ওয়াটার। টুর্নামেন্টের মিডিয়া পার্টমান যমুনা টেলিভিশন।