Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

ভালোবাসা দিবসে সৌহার্দ্যের ক্রিকেট

Embassy cricket 4
[publishpress_authors_box]

দ্বিতীয়বারের মতো মাঠে গড়াচ্ছে অ্যাম্বাসি ক্রিকেট উৎসব। গেম প্লে’র আয়োজনে ১৪ ও ১৫ ফেব্রুয়ারী বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে হবে ব্যাট বলের লড়াই। মাঠের প্রতিযোগীতা হলেও ঢাকায় অবস্থিত বিভিন্ন দূতাবাস ও বহুজাতিক সংস্থার অংশগ্রহণে এই আয়োজন হয়ে উঠবে ভালোবাসা দিবসে সৌহার্দ্যের লড়াই।

গত বছর জুনেও সফলভাবে এই উৎসব ক্রিকেটের আয়োজন করেছে গেম প্লে। দ্বিতীয়বারের মতো  আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলন হয় বৃহস্পতিবার টুর্নামেন্টের হসপিটালিটি পার্টনার ঢাকার ওয়েস্টিন হোটেলে।

এই টুর্নামেন্টে মোট ১৪টি অ্যাম্বাসি, হাই কমিশন, আন্তর্জাতিক সংস্থা অংশ নিচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিনিধিত্ব করবে স্বাগতিক বাংলাদেশের। ভারত-পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ব্রিটিশ, মালয়েশিয়া হাই কমিশন, নরডিক দেশগুলোর মধ্যে ডেনমার্ক, সুইডেন, নরওয়ে মিলিত ভাবে একটি দল, ইউনাইটেড নেশন, ইইএনওপিএস, ইউরোপিয়ান ইউনিয়ন, ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক ও ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (ইরি) থাকছে।

শুক্রবার সকাল ১০টায় বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে টুর্নামেন্টের উদ্বোধন করবেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব মোহাম্মদ নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এএফএম জাহিদুল ইসলাম বলেছেন, “দ্বিতীয়বারের মতো এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আশাকরি এই টুর্নামেন্ট সবার মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি করবে।”

এছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গেম প্লে’র সিইও মাকসুম উল হোসেইন, টিকে গ্রুপের হেড অব ব্র্যান্ড ইব্রাহীম খলিল, সেভেন রিংস সিমেন্টের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন আতিক আকবর, হোটেল দ্যা ওয়েস্টিন ঢাকার সিইও শাখাওয়াত হোসেন।  

১৪ দল প্রথম পর্বে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। এই পর্বে প্রতি ম্যাচ হবে ৮ ওভারের। প্রতি গ্রুপ থেকে দুটো করে দল অর্থাৎ ৮ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। আর সেমিফাইনাল ও ফাইনাল হবে ১০ ওভার করে। আগামী শনিবার বিকেল ৪টায় হবে ফাইনাল ও পুরষ্কার বিতরণী।

গেম প্লের অধীনে ২০১৮ থেকে প্রতি বছর অ্যাম্বাসি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। চার বছর ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা গেম প্লে এ নিয়ে দ্বিতীয়বার ক্রিকেটের অ্যাম্বাসি কাপ করতে যাচ্ছে।

এই টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্রাদার্স ফার্নিচার, সামসুল আরেফিন রিয়াল এস্টেট, সেভেন রিংস সিমেন্ট, ইস্পাহানি মির্জাপুর টি, গ্রামীন ডিজিটাল হেলথকেয়ার সলুশন, সুখি, কনকর্ড, হাসান জুয়েলার্স।

এছাড়া ভেন্যু পার্টনার ডেইলি সান, বেফারেজ পার্টনার পুষ্টি ড্রিংকিং ওয়াটার, রিফ্রেশমেন্ট পার্টনার নেসক্যাফে, প্রিন্ট মিডিয়া পার্টনার দি বাংলাদেশ টুডে, ফিজিও পার্টনার ব্যাক ইনমোশন, মেন্টাল ওয়েলবিইং পার্টনার নিরভানা।

১৪ দলের গ্রুপ

এ – বাংলাদেশ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু), আইআরআরআই (ইরি)

বি – নরডিক (ডেনমার্ক, সুইডেন, নরওয়ে) ওয়ার্ল্ড ব্যাংক, অস্ট্রেলিয়া,

সি – ইইউ, ইউএনঅপস, পাকিস্তান, মালয়েশিয়া

ডি – ব্রিটিশ হাইকমিশন, ভারত, ইউএন, যুক্তরাষ্ট্র,

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত