বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনীত ‘ইমারজেন্সি’ সিনেমার ট্রেইলার মুক্তি পেয়েছে।
পলিটিকাল ড্রামাধর্মী এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনুপম খের এবং শ্রেয়াস তালপাড়ে। কঙ্গনা নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে ইন্দিরা গান্ধীর জীবন এবং শাসনকালকে কেন্দ্র করে। সিনেমাটি ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল। তবে ছাড়পত্র জটিলতায় তা আর সম্ভব হয়নি।
ট্রেইলারের শুরুতে দেখা যায় জয়প্রকাশ নারায়ণ চরিত্রে অভিনয় করা অনুপম খেরকে, যিনি কারাগারে বসে চিঠি লিখছেন ইন্দিরা গান্ধীকে। এক পর্যায়ে শোনা যায় ইন্দিরা গান্ধীর কণ্ঠ। ইমার্জেন্সি জারি করতে মন্ত্রীসভার অনুমোদন প্রয়োজন, এমন প্রসঙ্গ এলে ইন্দিরা চরিত্রের কঙ্গনা রানাউত বলছেন, “ম্যায় হি ক্যাবিনেট” (আমিই ক্যাবিনেট)। আরেক জায়গায় শোনা যায় ইন্দিরা গান্ধী বলছেন- “ইন্দিরা ইজ ইন্ডিয়া।”
ট্রেইলারে ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে শ্রেয়াস তালপাড়ে-কে অভিনয় করতে দেখা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আরও ছিলেন মিলিন্দ সুমান, মহিমা চৌধুরী এবং পুপুল জয়কার।
সিনেমার মুক্তি সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা রানাউত এক বিবৃতিতে বলেন, “অনেক চ্যালেঞ্জে ভরা দীর্ঘ এক যাত্রার পরে, ‘ইমারজেন্সি’ বড় পর্দায় আসছে। এই গল্প কেবল বিতর্কিত এক নেতাকে নিয়েই নয়, গল্পের প্রেক্ষপট আজও গভীরভাবে প্রাসঙ্গিক।”
কঙ্গনার ওই বিবৃতি থেকে জানা যায় ২০২৫ সালের ১৭ জানুয়ারি ‘ইমার্জেন্সি’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।