গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৮২তম আসরে সেরা সিনেমা (মিউজিক্যাল অথবা কমেডি)সহ সর্বাধিক চারটি পুরস্কার জিতলো ‘এমিলিয়া পেরেজ’। সেরা অ-ইংরেজি ভাষার ছবির স্বীকৃতিও পেয়েছে এটি। এতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী হয়েছেন জোয়ি সালদানিয়া। এছাড়া সেরা মৌলিক গান হয়েছে এই ছবির ‘এল মাল’।
ড্রামা বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‘দ্য ব্রুটালিস্ট’। একই সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেতা (ড্রামা) পুরস্কারটি পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। আর এই বিভাগে সেরা অভিনেত্রী হয়েছেন ‘আই অ্যাম স্টিল হিয়ার’ চলচ্চিত্রের জন্য ফার্নান্দা তোরেস । দুই দশকের বেশি সময় আগে ফার্নান্ডা তোরেসের মা অভিনেত্রী ফার্নান্ডা মন্টেনেগ্রো ১৯৯৮ সালে ‘সেন্ট্রাল স্টেশন’ চলচ্চিত্রে অভিনয়ের কারণে ব্রাজিলের প্রথম অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন।
এছাড়া সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতেছেন রোমানিয়ান-আমেরিকান তারকা সেবাস্টিয়ান স্ট্যান। ‘অ্যা ডিফারেন্ট ম্যান’ চলচ্চিত্রে একজন উচ্চাকাঙ্ক্ষী অভিনেতার চরিত্রে দারুণ পারফরম্যান্সের জন্য এই স্বীকৃতি পেলেন তিনি।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি) বিভাগের পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ চলচ্চিত্রে দুর্দান্ত অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। ছবিটি পরিচালনা করেছেন ফ্রান্সের কোরালি ফারজাঁ। ৪৫ বছরের অভিনয় জীবনে এটি ডেমি মুরের প্রথম কোনও শীর্ষ সম্মাননার স্বীকৃতি।
বাংলাদেশ সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করেছেন।
গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস ২০২৫ বিজয়ী তালিকা
সেরা চলচ্চিত্র (ড্রামা)
দ্য ব্রুটালিস্ট
সেরা অভিনেতা (ড্রামা)
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
সেরা অভিনেত্রী (ড্রামা)
ফার্নান্দা তোরেস (আই অ্যাম স্টিল হিয়ার)
সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি)
এমিলিয়া পেরেজ (নেটফ্লিক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
সেবাস্টিয়ান স্ট্যান (অ্যা ডিফারেন্ট ম্যান)
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
সেরা পার্শ্ব অভিনেতা
কিয়েরান কলকিন (অ্যা রিয়েল পেইন)
সেরা পার্শ্ব অভিনেত্রী
জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)
সেরা পরিচালক
ব্র্যাডি কোর্বেট (দ্য ব্রুটালিস্ট)
সেরা চিত্রনাট্য
কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান)
সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র
ফ্লো (ইউএফও ডিস্ট্রিবিউশন)
সেরা অ-ইংরেজি ভাষার চলচ্চিত্র
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
সেরা মৌলিক আবহ সংগীত
চ্যালেঞ্জার্স (ট্রেন্ট রেজনোর, অ্যাটিকাস রস)
সেরা মৌলিক গান
এল মাল (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দুকল, কামিল, জ্যাক অঁদিয়ার)
সিনেম্যাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট
উইকেড (ইউনিভার্সেল পিকচার্স)
সেসিল বি. ডিমিল অ্যাওয়ার্ড (আজীবন সম্মাননা)
ভায়োলা ডেভিস
টেলিভিশন বিভাগ
সেরা টিভি সিরিজ (ড্রামা)
শোগান (এফএক্স/হুলু)
সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
হিরোয়ুকি সানাদা (শোগান)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
অ্যানা সোয়াই (শোগান)
সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি)
হ্যাকস (এইচবিও/ম্যাক্স)
সেরা অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বেয়ার)