সমালোচনা বিপিএলের পিছু ছাড়ছেই না। দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রামিক না দেওয়ার বিষয়ে পুরো চট্টগ্রাম পর্ব ছিল উত্তপ্ত। এবার পারিশ্রমিক না দেওয়ার তালিকায় যোগ হল চিটাগং কিংস। অবশ্য চিটাগং কিংসের মালিক সাকির কাদের চৌধুরী অবশ্য বলছেন বিষয়টি “ব্যক্তিগত”।
টুর্নামেন্টের তিন পর্ব শেষ হয়ে গেলেন দলটির তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন পারিশ্রমিক কোন অর্থই পাননি। টুর্নামেন্ট শুরুর আগের ২৫ ভাগ বা মাঝামাঝি পাওনা ২৫ ভাগের কোন অর্থই তুলতে পারেননি এই ক্রিকেটার। তাকে দেওয়া চেক দুবার বাউন্স হয়েছে।
তাই ঢাকায় বিপিএল চলতি মৌসুমের শেষ পর্ব শুরুর আগে ইমনের টিম হোটেল ছেড়ে যাওয়ার খবর এসেছে। ইমনের চেক না পাওয়া এবং টিমের সঙ্গে না থাকার বিষয়টি অস্বীকার করেননি মালিক সামির কাদের।
সকাল সন্ধ্যাকে এ ব্যাপারে চিটাগং কিংসের স্বত্বাধিকারী জানিয়েছেন, “ইমনের পারিশ্রমিক বাকি আছে। এটা ফ্র্যাঞ্চাইজির একটা ব্যক্তিগত কারণে বাকি আছে। এই বিষয়টি নিয়ে ইমনের সঙ্গে আলাপ করার সুযোগ হয়নি আমাদের। আলোচনা করলেই ব্যাপারটি ঠিক হয়ে যাবে।”
ইমনের দলের সঙ্গে না থাকার বিষয়ে সামির কাদের বলেছেন, “ইমন দলের সঙ্গে নেই। এখন সে ছুটিতে আছেন। আপনি খোঁজ নিয়ে দেখবেন শুধু ইমন না। আরও কয়েকজন ছুটিতে আছেন। কিন্তু কারোরই পারিশ্রমিক নিয়ে কোন ইস্যু নেই। আমি অস্বীকার করছি না। ইমনের বিষয়টা একটা ব্যক্তিগত কারণে আমি আটকিয়েছি, অন্য কোন কারণ না।”