রোজকার সংবাদের ধরনের উপরে পুরুষের অর্থ ব্যয় কিংবা লগ্নি করার সিদ্ধান্ত নির্ভর করে বলে নতুন এক গবেষণা জানাচ্ছে।
নেতিবাচক কোনো খবর পড়লে পুরুষ আর্থিক ঝুঁকি থেকে সরে আসে। এমনকি ওই সংবাদ এবং ব্যয়খাতের মধ্যে কোন সম্পর্ক না থাকার পরও পুরুষের এমন আচরণ দেখা যায়।
দ্য ইউনিভার্সিটি অব এসেক্স বলছে, একটু ঝুঁকি, অনিশ্চয়তা জড়িয়ে আছে এমন কাজে সিদ্ধান্ত নিতে গেলে নারীর মত মন থেকে ভেবে সিদ্ধান্ত নেয় পুরুষও।
ড. নিখিল মাস্টার্স বলেন, “বহু যুগের ধারণা হচ্ছে, শুধু নারীই আবেগ দিয়ে ভাবে। আজকের গবেষণার এই ফল আসলে ওই ধারণাকে চ্যালেঞ্জ করেছে।”
এই গবেষণায় আবেগঘন খবর পড়া ১৮৬ জনের কাছে জানতে চাওয়া হয়, এখন তারা কোনো অনিশ্চিত খাতে অর্থ লগ্নি করবে কি না?
দেখা যায়, খবরের ধরন যেমনই হোক না কেন নারীরা তাদের সিদ্ধান্তে অটল আছেন। কিন্তু পুরুষ তাদের সিদ্ধান্ত থেকে সরে এসে নিরাপদ রাখতে চাইছেন নিজেকে।
দ্য ইউনিভার্সিটি অব এসেক্স মনে করছে, বড় বড় খাতে অর্থ বরাদ্দের সময় গবেষণার এই ফল কাজে দেবে।
এই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ড. মার্স্টার্স বলেন, “আমরা সম্ভাবনা নেই এমন কিছু বেছে নিতে চাই না। আর মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পর স্বাভাবিক হয়ে আসা পর্যন্ত সময়টুকু খুব সহজ নয়।
“বিশেষ করে বাড়ি কেনা, বড় কোনো খাতে বিনিয়োগ এমন জীবনের বাঁক বদল করে দেয়ার মতো কিছু সিদ্ধান্ত নিতে গেলে…।”
এই গবেষণায় নটিংহাম এবং বোর্নমাউথ থেকেও শিক্ষকরা জড়িত ছিলেন বলে জানাচ্ছে বিবিসির প্রতিবেদন।