Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫

ইংল্যান্ড-আফগানিস্তান ম্যাচের ঝামেলা মিটল

[publishpress_authors_box]

নারীর অধিকার হরণ করেছে আফগানিস্তানের তালেবান সরকার- এই অভিযোগ এনে চ্যাম্পিয়নস ট্রফিতে দেশটির বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বাতিলের ডাক দিয়েছিলেন ব্রিটিশ রাজনীতিবিদরা। যদিও ব্রিটিশ সরকার থেকে আগেই জানানো হয়েছিল, ইংল্যান্ড খেলবে আফগানিস্তানের বিপক্ষে। এবার ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে এলো চূড়ান্ত সিদ্ধান্ত। সূচি অনুযায়ীই হচ্ছে দুই দলের লড়াই।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সভায় বসেছিল ইসিবি। ওই বৈঠকের পর আফগানিস্তান ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছেন ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন। তিনি বলেছেন, “আফগানিস্তানে যা চলছে, সেটা নারী-পুরুষ বৈষম্য ছাড়া আর কিছু না। নারীদের ক্রিকেট যখন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, তখন আফগানিস্তানে (নারীদের) এই সুযোগ না দেওয়াটা হৃদয়বিদারক।”

ইসিবি চেয়ারম্যান আরও বলেছেন, “আন্তর্জাতিক ক্রিকেট সম্প্রদায়ের সমন্বিত ব্যবস্থা নেওয়াই এখানে সঠিক পথ। যেটা ইসিবির একতরফা ম্যাচ বয়কটের চেয়ে বেশি ফলপ্রসু হবে। আমরা আরও শুনেছি, আফগানদের জীবনে যে কয়টি আনন্দের উৎস টিকে আছে, তার মধ্যে ক্রিকেট একটি। আমরা নিশ্চিত করছি, (চ্যাম্পিয়নস ট্রফির) এ ম্যাচটা আমরা খেলব।”

আফগানিস্তানে এখন চলছে তালেবানের শাসন। ২০২১ সালে ক্ষমতায় ফিরে বিভিন্নভাবে নারীর অধিকার হরণ করে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে তালেবান সরকার। যার মধ্যে একটি, মেয়েদের ক্রিকেটের ওপর নিষেধাজ্ঞা জারি। নারীর অধিকার ক্ষুন্ন হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচ বয়কটের ডাক দেন ২০০ ব্রিটিশ রাজনীতিবিদ।

তবে ক্রিকেটের স্বার্থে আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে হতে যাওয়া ম্যাচটি খেলবে ইংল্যান্ড।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত