Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

আর্সেনাল-আতলেতিকোর গোল উৎসব

ওয়েস্ট হামকে ৫-২ গোলে হারিয়ে  আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। ছবি : এক্স
ওয়েস্ট হামকে ৫-২ গোলে হারিয়ে আর্সেনাল এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। ছবি : এক্স
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ওয়েস্ট হাম-আর্সেনাল ম্যাচে গোল হল ৭টি, সব গোলই বিরতির আগে। গোল উৎসবের  ম্যাচে ৫-২ ব্যবধানে জিতে প্রিমিয়ার লিগে দুইয়ে উঠে এল মিকেল আর্তেতার দল।

আর্সেনালের হয়ে একটি করে গোল গাব্রিয়েল মাগালিয়াইস, লেয়ান্দ্রো ত্রোসার, মার্টিন ওডেগোর, কাই হাভার্টজ ও বুকায়ো সাকার। বিরতির আগে পোস্টে ১০ শট নিয়ে ছয়টি লক্ষ্যে রেখেছিল আর্সেনাল, এর পাঁচটিই জড়ায় জালে। এই সময়ে ওয়েস্ট হাম লক্ষ্যে তিন শট নিয়ে গোল পায় দুটি।

ইউরোপিয়ান লিগের ফল

প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম ২ : ৫ আর্সেনাল

প্যালেস ১ : ১ নিউক্যাসল

লা লিগা

ভায়াদোলিদ ০ : ৫ আতলেতিকো

এস্পানিওল ৩ : ১ সেল্তা

বুন্দেসলিগা

ডর্টমুন্ড ১ : ১ বায়ার্ন

ব্রেমন ২ : ২ স্টুটগার্ট

ফ্রেঞ্চ লিগ ওয়ান

পিএসজি ১ : ১ নঁতে

১৩ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আর্সেনাল এখন দুইয়ে। ১৩ ম্যাচে ব্রাইটনের পয়েন্ট ২৩ আর ১২ ম্যাচে ম্যানচেস্টার সিটির ২৩। ১২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে এক নম্বরে অঅছে লিভারপুল।

লা লিগায় বার্সার হোঁচট খাওয়ার রাতে গোল উৎসব করেছে আতলেতিকো মাদ্রিদ। ভায়াদোলিদকে ৫-০ গোলে উড়িয়ে দুইয়ে উঠে এসেছে তারা। ১৫ ম্যাচে বার্সার পয়েন্ট ৩৪ আর আতলেতিকোর ৩২। রিয়াল মাদ্রিদ ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আছে তিনে।

নঁতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি।

বুন্দেসলিগায় বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করেও এক নম্বরে আছে বায়ার্ন মিউনিখ। ২৭ মিনিটে জেমি গিল্টার্স এগিয়ে নিয়েছিলেন ডর্টমুন্ডকে। ম্যাচ শেষের ৫ মিনিট আগে জামাল মুসিয়ালার গোলে সমতা নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন। ১২ ম্যাচ শেষে বায়ার্ন একে আছে ৩০ পয়েন্ট নিয়ে, ফ্রাঙ্কফুর্ট দুইয়ে আছে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে নঁতের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ১৩ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে পিএসজি আছে এক নম্বরে। দুইয়ে থাকা মোনাকোর পয়েন্ট ২৬।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত