প্যারিস অলিম্পিকের মঙ্গলবার বাংলাদেশের একমাত্র প্রতিযোগি সামিউল ইসলাম রাফি অংশ নেন ১০০ মিটার ফ্রি স্টাইলে। বাছাইয়ে অনুমিতভাবেই হিটে বাদ পড়েছেন বাংলাদেশের সাঁতারু।
দিনের দ্বিতীয় হিটে ৬ নম্বর লেনে সাঁতারে অংশ নেন রাফি। তিনি এই হিটে ৮ জনের মধ্যে হয়েছেন পঞ্চম। সময় নিয়েছেন ৫৩.১০ সেকেন্ড। সব মিলিয়ে তিনি ৭৯ জনের মধ্যে হয়েছেন ৬৯তম।
অলিম্পিকে অনেক দেশেরই চোখ থাকে পদকে। কিন্তু বাংলাদেশের ক্রীড়াবিদদের লক্ষ্য টাইমিং সেরা করার। রাফি থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণে ছিলেন। তাই তার কাছে ভালো টাইমিংয়ের প্রত্যাশা ছিল। সেই প্রত্যাশা একটু হলেও মিটিয়েছেন। মূলত ব্যাকস্ট্রোক সাঁতারু অলিম্পিকে খেলছেন ফ্রী স্টাইলে। ১০০ মিটার ফ্রী স্টাইলে তার সেরা টাইমিং ৫৩.১২ সেকেন্ড। কিন্তু এবার .০২ সেকেন্ড টাইমিং কমাতে পেরেছেন তিনি।