Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে বুধবার মধ্যরাতে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াকে বুধবার মধ্যরাতে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করা হয়।
[publishpress_authors_box]

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে এবার গ্রেপ্তার হলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।   

একটি হত্যা মামলায় বুধবার রাতে তাকে ঢাকার মহাখালী থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, রাত সোয়া ১১টার দিকে মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় আছাদুজ্জামান মিয়াকে।

খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক, চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহতের ঘটনাগুলো নিয়ে দায়ের করা বিভিন্ন হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হচ্ছে।

সাবেক ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

আওয়ামী লীগ সরকার আমলে বেনজীর আহমেদের পর ঢাকা মহানগর পুলিশ কমিশনারের পদ পাওয়া আছাদুজ্জামান মিয়া ২০১৯ সাল পর্যন্ত সেই দায়িত্ব পালন করেন।

পরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছিল, ২০২২ সাল পর্যন্ত চুক্তিভিত্তিক নিয়োগে সেই পদে ছিলেন তিনি।

আওয়ামী লীগ সরকার পতনের আগে আছাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের অভিযোগ উঠেছিল। তখন তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত