ঢাকার নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় বরগুনা-১ আসনে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।
ছয় দিনের রিমান্ড শেষে সোমবার (১৮ নভেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিপ।
আসামি পক্ষের আইনজীবীরা তার জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শরীফুর রহমানের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গত ১১ নভেম্বর রাত ৯টার দিকে উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করে। পরদিন আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে।
মামলায় বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকালে নিউ মার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় পুলিশের গুলিতে ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ মারা যান।
এ ঘটনায় তার শ্যালক আব্দুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বরগুনা-১ আসনের সাবেক এমপি শম্ভুসহ ১৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।