Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

কী করে বুঝবেন ব্যক্তিটি আপনাকে অপছন্দ করে

Dislike
Picture of সকাল সন্ধ্যা ডেস্ক

সকাল সন্ধ্যা ডেস্ক

আপনি হয়তো সজ্জন মানুষ, হাশিখুশি, সদালাপী। সহজেই আপন করে নেন অন্যকে। সুখে-দুখে এগিয়ে যান খুব বেশি বাছ-বিচার না করেই। কিন্তু আপনার আশেপাশেই এমন ব্যক্তিদের উপস্থিতি থাকতে পারে যারা হয়তো তাদের জীবনে আপনার এই সদালাপী উপস্থিতি আশাই করেনা। কারা এরা? কী করে চিনবেন?

জেনে নিন তাহলে এই লক্ষণগুলো-

শরীরী ভাষা

অপছন্দের ব্যক্তিদের সঙ্গে কথা বলার সময় মানুষ প্রায়ই চোখের যোগাযোগ এড়িয়ে যায়। আর কথা বলার সময় হাত অথবা পা আড়াআড়ি অবস্থানে রেখে থাকে। আর এমন শরীরী ভাষায় যোগাযোগের বাঁধা তৈরি হয়। কেউ আপনার সঙ্গে এই আচরণগুলো করছে? হতেই পারে, তিনি আপনাকে অপছন্দ করেন।

পাত্তা না দেওয়া

আর একটি বৈশিষ্ট্য খুবই লক্ষণীয়। ধরুন ভরা মজলিশে সবাই মন দিয়ে আপনার কথা শুনছে। ফাঁকে ফাঁকে এক কথা- দু কথাও বলছে। আপনার কৌতুক শুনে হেসে গড়িয়ে পড়ছে। কিন্তু এমন একজন আছেন, যার কোন কিছুতেই কিছু এসে যাচ্ছেনা। অনেক ক্ষেত্রেই এসব সচেতন আচরণ। যদি এমন কাউকে চিনে থাকেন, তবে ধরে নিতেই পারেন, তিনি হয়তো আপনাকে খুব একটা পছন্দ করেন না।

এড়িয়ে যায় স্পর্শ, হাত মেলানো

চলতি পথে দেখা হলো। স্বাভাবিকভাবেই বাড়িয়ে দিলেন হাত। অথচ লক্ষ্য করলেন, অপর পাশের ব্যক্তি অনীহা নিয়ে হাত বাড়াচ্ছেন। ঠিক তেমনি, একই ব্যক্তি হয়তো আড্ডায় এমনভাবে দাঁড়াবেন যাতে কোনভাবেই আপনি তার কাছে ঘেষতে না পারেন।

সব সময় ব্যস্ততা

যদি দেখেন, কোন ব্যক্তি আপনার কল সচরাচর পিক করেন না এবং টেক্সটের রিপ্লাই দেন কদাচিৎ। আর কারণ হিসেবে সবসময়ই বলেন তার ব্যস্ততার কথা। ধরে নেবেন তিনি আপনাকে ঠিক পছন্দ করেন না। আরেকটু খোঁজ নিলেই হয়তো জেনে যাবেন আপনারই পরিচিত অন্যদের সঙ্গে তার যোগাযোগ বেশ নিয়মিত।

কাটছাঁট জবাব

টেক্সট কিংবা ফোন কল, আপনার সঙ্গে যে কোন আলাপে তাদের জবাব খুব সংক্ষিপ্ত। এমনকি মুখোমুখি দেখাতেও একই আচরণ। ধরে নিন আপনি তার পছন্দের পাত্র নন। এদের ঘাটাবেন না।     

অমনোযোগ

আপনি কথা বলছেন বেশ আন্তরিকতার সঙ্গে। কিন্তু অপরপাশের ব্যক্তি প্রায়ই অমনোযোগী হয়ে পড়ছেন আপনার কথায়। এমন ঘটনা তার ক্ষেত্রে ঘটছে প্রায়ই। হতেও পারে, তিনি হয়তো আপনাকে অপছন্দই করেন।

অতি বিনয়

যদি দেখেন নির্দিষ্ট একজন ব্যক্তি আপনার সঙ্গে যে কোন আলাপেই অতি বিনয় প্রদর্শন করছেন, তবে সেটা কিন্তু আপনার প্রতি সত্যিকার ভদ্রতা না হয়ে অপছন্দের কারণেও হতে পারে। অনেকেই তার অপছন্দের ব্যক্তিদের সঙ্গে ভীষন কেতাবী আচরণ করে থাকেন। এর মানে হলো, তারা আসলে ওইসব ব্যক্তিদের সঙ্গে সম্পর্কে একটি সুনির্দিষ্ট সীমানা বজায় রাখতে চান।

একপাক্ষিক যোগাযোগ

কারও সঙ্গে আপনার পরিচয় দীর্ঘদিনের। কিন্তু খেয়াল করলেন, যোগাযোগ করছেন কেবল আপনি। তার দিক থেকে যোগাযোগের কোন উদ্যোগই নেই। কখনো ছিল-ও না। নিশ্চিত থাকুন, তিনি আদতে আপনাকে পছন্দ করেন না।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত