Beta
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
Beta
সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন সিপিডির ফাহমিদা খাতুন

ফাহমিদা খাতুন
ফাহমিদা খাতুন
[publishpress_authors_box]

বাংলাদেশ ব্যাংকের পরিচালন পর্ষদের সদস্য হিসেবে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা আকতার খাতুনকে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে ফাহমিদা খাতুনের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর অনুচ্ছেদ ৯ (৩) (গ) ধারার নির্দেশনা অনুযায়ী তাকে নিয়োগ প্রদান করা হয়।

যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বাংলাদেশে ব্যাংকের তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার পদত্যাগ করলে ১৩ আগস্ট গভর্নর হিসেবে নিয়োগ পান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর।

এরপর গত ২৯ আগস্ট অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীরকে বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। একইদিন অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকেও বাংলাদেশ ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত