Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫

ফখরের চ্যাম্পিয়নস ট্রফি শেষ, পাকিস্তানে ফিরলেন ইমাম-উল-হক

f61
[publishpress_authors_box]

শঙ্কাটা ছিল আগেই। শেষ পর্যন্ত সত্যি হলো সেটা। চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন পাকিস্তানি ওপেনার ফখর জামান। তার জায়গায় পাকিস্তান দলে নিয়েছে ইমাম-উল-হককে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছিলেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় বলেই বাউন্ডারি বাঁচাতে গিয়ে পিঠের নিচের অংশে আঘাত পান ফখর। এরপর চলে যান মাঠের বাইরে। ফিরে এসে ফিল্ডিং করলেও অস্বস্তি হওয়ায় ফিরে যান ড্রেসিংরুমে।  ব্যটিংয়ে নেমে ৪১ বলে ২৪ রানের ইনিংসের সময়  দেখা গেছে, স্বাভাবিকভাবে দৌড়াতে পারছিলেন না ফখর।

আজ আনুষ্ঠানিকভাবে ফখরের ছিটকে যাওয়াটা নিশ্চিত করে পিসিবির বিবৃতি, ‘‘ফখর জামানের চোট বেশ গুরুতর। টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি।’’

২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন ফখর জামান। তাক হারানোটা বড় ধাক্কা পাকিস্তানের। এক ম্যাচ পর দল থেকে ছিটকে যাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ফখর লিখেছেন, ‘‘দুর্ভাগ্যবশত আমি ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে পড়েছি। কিন্তু নিশ্চয় আল্লাহ সেরা পরিকল্পনাকারী। সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। আমি বাড়ি থেকেই দলকে সমর্থন করে যাব।’’

পাকিস্তান দলে নিয়েছে ইমাম-উল-হককে। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে ওয়ানডে খেলেছিলেন তিনি।

ফখরের পরিবর্তে সুযোগ পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক। ২৯ বছর বয়সী ইমাম ৭২ ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ২০ ফিফটিসহ করেছেন ৩১৩৮ রান। গত সোমবার চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান ‘এ’ দলের (শাহিনস নামে পরিচিত) হয়ে ৯৮ রান করেছিলেন তিনি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত