Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

ফকিরহাট উপজেলায় দুই ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ

Screenshot_2024-05-19_230537
[publishpress_authors_box]

বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাচনে থানার ওসি ও বাগেরহাট ডিবি ওসির বিরুদ্ধে পক্ষপাত ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ এনেছেন চেয়ারম্যান প্রার্থী সেখ ওয়াহিদুজ্জামান।

রবিবার নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খানের কাছে লিখিত অভিযোগ করেন তিনি। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।

আগামী ২১ মে দ্বিতীয় ধাপে দেশের ১৫৭ উপজেলায় ভোট হবে। সেদিনই ভোট অনুষ্ঠিত হবে ফকিরহাটেও।

লিখিত অভিযোগে সেখ ওয়াহিদুজ্জামান বলেন, “১৮ মে গভীর রাতে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম ও বাগেরহাট জেলার ডিবি ওসি স্বপন রায় আমার একনিষ্ঠ তিন কর্মীর বাড়ি গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। আনারস প্রতীকের পক্ষে কাজ করার অথবা বাড়ি ছেড়ে যাওয়ার হুমকি দেন। এটি তাদের পরিবারের সদস্য এবং নিজ নিজ এলাকার সাধারণ ভোটারদের ক্ষেত্রেও নিরপেক্ষ ভোট প্রদানে প্রভাব পড়েছে।”

এই অবস্থায় সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ জানান সেখ ওয়াহিদুজ্জামান।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত