Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

ইসলামিস্টরা দেশ দখল করেছে এমন প্রোপাগাণ্ডার উত্তর দিচ্ছে শিল্পকলা একাডেমি: ফারুকী

ইসলামিস্টরা দেশ দখল করেছে এমন প্রোপাগাণ্ডার উত্তর দিচ্ছে শিল্পকলা একাডেমি: ফারুকী
[publishpress_authors_box]

বিজয়ের মাসে শিল্পকলা একাডেমিতে ‘উৎসবের জোয়ার’ চলছে জানিয়ে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে বাংলাদেশ ইসলামিস্টরা দখল করে নিয়েছে, তাদের জন্য উত্তর হবে একাডেমির নানামুখী এসব অনুষ্ঠান।

একাডেমিতে ‘২০২৪: ঐ নূতনের কেতন ওড়ে’ মাসব্যাপী পোস্টার, পেইন্টিং, আলোকচিত্র, ভিডিওচিত্র, কার্টুন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন উপদেষ্টা ফারুকী।

ছাত্র-জনতার অভ্যুত্থান ও স্বৈরাচার পতনের পর দেয়াল লিখন ও দেয়ালচিত্রের আন্দোলনসহ, আলোকচিত্রে আন্দোলনের প্রামাণ্য দলিল তুলে ধরে বহুমাত্রিক একটি আর্কাইভ গড়ে তোলার প্রাথমিক প্রয়াস হিসেবে এই প্রদর্শনীর আয়োজন অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা ফারুকীর মতে জুলাই বিপ্লব অনিবার্য হয়ে ওঠেছিলো, কারণ স্বাধীনতা বেহাত হয়ে গিয়েছিলো।

“এটা কেবল সরকার পরিবর্তন নয়, এর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল এবং তারা জানতেন যে কে দেশ চালাচ্ছিল। সেই ক্ষোভ থেকেই ২৪ জুলাই হয়েছিলো। একাত্তরের চোখ দিয়েই ২০২৪ হয়েছে। আমাদের দেশ আর সেই অবস্থায় আর ফিরে যাবে না”, তিনি বলেন।

অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক ড. সৈয়দ জামিল আহমেদ বলেন, “এতো বছর ভাষাতাত্ত্বিক, ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদের কথা বলা হয়েছে ভাষার বাইরে শুধু বাঙালির কথা যেটা বলা হয়েছে সেখানে শিল্পকলা একাডেমি মনে করে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী না বলে আদিবাসী বলে পরিচয় দেয়া হোক।

“একইভাবে মুসলিম হলে মনে করা হতো নৈরাজ্য সৃষ্টিকারী দল, যাদের জুজুর ভয় দেখিয়ে ১৫ বছর শাসন চালিয়ে গেছে। তার মানে ইসলামিক কোনো শাসনব্যবস্থা আমাদের মধ্যে ঢুকতে পারবে না। অথচ লোক দেখানোর জন্য তারা ওমরা করেছেন। গোপনে যোগ সাজেশ করেছেন।”

তিনি আরো বলেন, “আজকে যারা আওয়ামীদের প্রকাশ্য সমর্থন করে রবীন্দ্রনাথের কথা বলে যাচ্ছে যে আমরা রবীন্দ্রনাথকে ভুলে যাচ্ছি। জাতির দুইটা বিষয় আছে একটি অতীত একটা বর্তমান। গত ১৫ বছরে একাত্তরের খণ্ডিত ইতিহাস মনে করিয়ে দেয়া হয়েছে যেখানে জেনারেল ওসমানী নেই, তাজউদ্দিন নেই, শেখ মুজিবকে নিয়ে, মুক্তিযুদ্ধ নিয়ে তারা তাদের ভাবাদর্শ তৈরি করেছেন। যা সংকীর্ণ জাতীয়তাবাদের অতীতের স্মৃতি।”

সকলের সহাবস্থান উল্লেখ করে নাট্যকার ও শিক্ষক সৈয়দ জামিল বলেন, সকল চিন্তা, সকল মহৎ পথ, সহিষ্ণুতার সাথে শুনতে হবে।

“আমরা এখন বিশৃঙ্খলতার চাইতে শিল্পকর্মের দিকে, নতুন চিন্তার দিকে নজর দেই। আমরা মনে করি জাতিগত পরিচয় তুলে ধরবে শিল্পকর্ম। বহুবছর আগের হিন্দু শাসন, মুসলমান শাসন, বৌদ্ধ শাসন কীভাবে মনে রাখব, তার উপরে আমাদের জাতিসত্ত্বা নির্মিত হবে।”

”বিশৃঙ্খল না হয়ে আমাদের একে অপরের কথা শুনতে হবে, আমরা যেন নিজেরা নিজেদের পথকে বের করতে পারি এবং একসাথে থাকতে পারি তার মনোবাসনা সকলের থাকতে হবে।“

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত