প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ব্যক্তিগত উদ্যোগে ও তত্ত্বাবধানে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় নির্মিত হচ্ছে জুলাই গণআন্দোলনের তথ্যচিত্র।
সোমবার প্রধান উপদেষ্টার ফেইসবুক পেইজ থেকে প্রকাশিত হয় এর প্রথম ভিডিওটি। আন্দোলনে চোখ হারানো তরুণদের নিয়ে তথ্যচিত্রটিতে ব্যবহৃত হয়েছে লতিফুল ইসলাম শিবলীর লেখা ‘মাইলস’ ব্যান্ডের জনপ্রিয় গান ‘পলাশীর প্রান্তর’।
সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। পুরো বিষয়টি সকাল সন্ধ্যার কাছে খোলাসা করেছেন গীতিকার ও নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক শিবলী।
তিনি বলেন, “মাননীয় প্রধান উপদেষ্টার আগ্রহে উদ্যোগে ও তার নিজস্ব তত্ত্বাবধানে তথ্যচিত্র নির্মিত হচ্ছে। এটি নির্মাণ করছেন মোস্তফা সরয়ার ফারুকী। এই ভিডিও প্রকাশের মধ্য দিয়ে এর যাত্রা শুরু হল। মাননীয় উপদেষ্টা নিজেই আন্তরিকভাবে পুরো বিষয়টি দেখভাল করছেন। এরকম আরও অনেক ভিডিও দেখতে পাবো আমরা সামনে।”
শিবলী জানান, তথ্যচিত্রটির অর্থায়ন ব্যক্তিগতভাবেই করছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।
২০০০ সালে রিলিজ হওয়া মাইলসের স্টুডিও অ্যালবাম ‘প্রবাহ’-তে রয়েছে ‘পলাশীর প্রান্তর’ গানটি। গানের কথাগুলো এমন- “কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে অন্তর/ জানো না তুমি হারাবার ব্যাথা জানে পলাশীর প্রান্তর/ হারিয়ে গেছে সেখানে মায়ের সোনার নোলকখানি/ গোলাভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি/এ হারানোর বেদনা তুমি রেখো অন্তরে/দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশীর প্রান্তরে।”
শাফিন আহমেদের সুর করা গানটিতে নতুন করে কণ্ঠ দিয়েছেন আহমেদ হাসান সানি। জুলাই আন্দোলনে চোখ হারানো তরুণদের প্রতি নিবেদন করে প্রকাশিত ভিডিওটিতে নতুন আবেদনে ব্যবহৃত হয়েছে গানটির একটি অংশ।
গানটি নিজের ফেইসবুকে শেয়ার করেছেন ড. ইউনূস। ক্যাপশনে লিখেছেন, “ ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই।’ জুলাই আমাদের সেই জিরো পয়েন্ট যেখানে সব মত পথ এসে মিশে যায়। জুলাইয়ের গণআন্দোলনে চোখ হারানো বন্ধুদের নিয়ে এই ট্রিবিউট ভিডিও। আমরা ভুলবো না কিছুই।”
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পোস্টটি শেয়ার করে লিখেছেন, “অস্বীকার হচ্ছে অপরাধীর প্রথম অস্ত্র। তারা যত অস্বীকার করবে আমরা ততোবার ততোধিক উচ্চস্বরে স্মরণ করিয়ে দিবো কিভাবে (কীভাবে) আমাদের মায়ের সোনার নোলক হারিয়ে গেলো, কিভাবে (কীভাবে) আমাদের গোলাভরা ফসল আর সাজানো ফুলদানি হারিয়ে গেলো, কিভাবে (কীভাবে) পলাশী এখনও আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে!”
লতিফুল ইসলাম শিবলী বলেন, “পলাশীর প্রান্তর থেকে আমাদের যে লড়াই শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা সাতচল্লিশ পেয়েছি, বাহান্ন, একাত্তর কিংবা নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন হয়ে আজকের জুলাই বিপ্লব। পলাশীর প্রান্তর গানটি তাই এই আন্দোলনেও প্রাসঙ্গিক হয়ে এসেছে। আমাদের যে দুই হাজার তরুণ প্রাণ হারালো, অঙ্গহানি ঘটলো অনেকের, চোখ হারালো… তাদের স্যাক্রিফাইসকে শ্রদ্ধা জানাতেই এ ভিডিওটি নির্মাণ করা হয়েছে।”
এদিকে, রোববারই সংস্কৃতি উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। শিবলী জানান, তার হাত ধরে এমন অনেক খণ্ড খণ্ড তথ্যচিত্রের মধ্য দিয়ে ধারণ করা হবে ঐতিহাসিক জুলাই গণআন্দোলন।
তবে এই বিষয়ে মন্তব্যের জন্য সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে হলেও পাওয়া যায়নি।