Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

ক্রিকেটারদের টাকা পাওয়া নিয়ে যা বললেন ফারুক

মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
মিরপুরে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
[publishpress_authors_box]

বিপিএল মাঠে গড়ানোর আগে ক্রিকেটারদের পারিশ্রমিকের ৫০ শতাংশ দিতে বলেছিল বিসিবি। খেলা চলার সময় ২৫ শতাংশ আর খেলা শেষ হলে বাকি ২৫ শতাংশ-নিয়মটা এমনই ছিল। কিন্তু বিপিএল মাঠে গড়িয়েছে ক্রিকেটারেদের ৫০ শতাংশ পারিশ্রমিক না দিয়েই।

আজ (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপগামী দলের ফটোসেশনে এসে বিসিবি সভাপতি ফারুক আহমেদ আশ্বস্ত করলেন এ নিয়ে। সাংবাদিকদের ফারুক বললেন,‘‘আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি, ফ্র্যাঞ্চাইজিদের বলছি, প্রেসিডেন্ট হিসেবে তাদের সঙ্গে সরাসরি কথা বলছি। ফ্র্যাঞ্চাইজিরা যাতে না মনে করে বোর্ডই শুধু দেখবে, ফ্র্যাঞ্চাইজিরা কিন্তু আমাদের পার্টনার।’’

ফারুক আরও যোগ করেন, ‘‘আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন, এটা নয় কেন, এই উত্তর কিন্তু আমি এক কথায় দিতে পারব না। এর মানে এই না যে প্লেয়াররা পয়সা পাবে না। গত চার মাসের পরিস্থিতি দেখতে হবে।’’

বিসিবির দায়িত্ব নেওয়ার চার মাসের মতো হয়েছে ফারুক আহমেদের। এই সময়ে যেমন বাংলাদেশ ২-০’তে টেস্ট সিরিজ জিতেছে পাকিস্তানে তেমনি বিধ্বস্তও হয়েছে ভারতের মাটিতে। এ নিয়ে ফারুক আহমেদ বললেন, ‘‘আমরা যাই করি ফলাফলের দিকটা ভেবেই করি, কিন্তু ফলাফল পেতে হলে আপনাকে কিছু প্রক্রিয়ার মাধ্যমে যাওয়া দরকার। প্রক্রিয়া যদি আমরা ঠিক করতে পারি, এটা কিন্তু লজিক্যাল সিকুয়েন্স যে ফলাফল আসবেই। আমার মাত্র চার মাস হয়েছে আপনি বললেন। চার মাসে ম্যাজিকাল কিছু করা যাবে না।’’

বোর্ডে নিজেদের কাজের ধরন নিয়ে ফারুক বললেন, ‘‘কিছু বিষয়ে আমি জোর দিয়েছি, যেমন ক্রিকেটাররা যাই খেলুক, বোর্ড থেকে সেগুলো নিয়ে কিছু বলা যাবে না। আর যখন খেলোয়াড়রা ভালো খেলে, আগে তারা ফেইসবুকে স্ট্যাটাস দিত, এখন সেটা অনেক কমে গেছে। একটা অর্গানাইজেশনে কোঅর্ডিনেশন খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনাদের মতো স্পোর্টস সাংবাদিকরা সমালোচনা করবেন, তবে যদি তা গঠনমূলক হয়, তাহলে আমাদের জন্যও এটি সাহায্যকারী হতে পারে।’’

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত