Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

যে ১৫ প্রেক্ষাগৃহে ফারুকীর এইট ফর্টি দেখা যাবে

faruki-on-840-movie-premier
[publishpress_authors_box]

১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘এইট ফর্টি: ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা নিজেই।

তিনি জানান, শুক্রবার রাজধানী ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, বগুড়া ও পাবনা ও নারায়ণগঞ্জের বেশকিছু সিনেমা হলে তার নির্মিত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে।

এর আগে রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ারে অবস্থিত স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার।

বুধবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হওয়া আড়াই ঘণ্টার এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালকসহ কলাকুশলীরা। এছাড়া- সিনেমা হলে বসে ফারুকীর নতুন এই ফিকশনটি উপভোগ করেন, আমন্ত্রিত অতিথি, গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা।

প্রিমিয়ারে ফারুকী বলেন, “এ সিনেমায় আমরা ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছি স্যাটায়ার দিয়ে। অসীম ক্ষমতাবান যখন স্বৈরশাসক থাকে, তখন তাকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে বিদ্রুপ। এটা ফোর টুয়েন্টির সিক্যুয়েল না, এটা ফোর টুয়েন্টির ডাবল আপ। ডাবল আপ এ কারণে যে, গত ১৫ বছর, দেশ পরিচালণার নামে কি তামাশাই না হয়েছে। যেহেতু তামাশার মাত্রাটা ছিল অনেক উঁচুতে সেহেতু আমারও মনে হয়েছে ফোর টুয়েন্টি দিয়ে হবে না, এটার ডাবল আপ প্রয়োজন হবে। তাই এ ছবির নাম এইট ফর্টি।”

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অভিনেতা নাসির উদ্দিন খান, মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, জাকিয়া বারী মম সহ অনেক পরিচিত মুখ। রাজশাহী ও নওগাঁতে অধিকাংশ দৃশ্যের শ্যুটিং করা হয়।

চলচ্চিত্রটির প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা ও ইমপ্রেস টেলিফিল্ম। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় ছিলেন পাভেল আরিন ও সাউন্ড ডিজাইনার রিপন নাথ। সম্পাদনায় তাহসিন মাহিম ও শিল্প পরিকল্পনা করেছেন ইব্রাহিম এইচ বাবু। পোশাক পরিকল্পনা করেছেন পূজাঞ্জলি চৌধুরী ও মেক-আপ এ ছিলেন মোঃ খাইরুল ইসলাম।

যেসব হলে মুক্তি পাচ্ছে চলচ্চিত্রটি

স্টার সিনেপ্লেক্স – এসকেএস টাওয়ার, স্টার সিনেপ্লেক্স – সনি স্কয়ার, স্টার সিনেপ্লেক্স-বিজয় সরণি, শ্যামলী সিনেমা – ঢাকা, স্টার সিনেপ্লেক্স – বসুন্ধরা সিটি, স্টার সিনেপ্লেক্স – সীমান্ত সম্ভার, স্টার সিনেপ্লেক্স বলি অর্কেড-চট্টগ্রাম, ব্লকবাস্টার সিনেমাস- যমুনা ফিউচার পার্ক, গ্র্যান্ড মুভি থিয়েটার-সিলেট, সিনেস্কোপ – নারায়ণগঞ্জ, সিলভার স্ক্রিন-চট্টগ্রাম, গ্র্যান্ড রিভারভিউ – রাজশাহী, মম ইন-বগুড়া, রুপকথা-পাবনা, সুগন্ধা সিনেমা- চট্টগ্রাম।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত