Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
Beta
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

ফিফপ্রোর বর্ষসেরা বিশ্ব একাদশে নেই মেসি-রোনালদো

f1
Picture of ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

[publishpress_authors_box]

ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়েছেন লিওনেল মেসি-ক্রিস্তিয়ানো রোনালদো। তারপরও দুজন শিরোনাম হয়েছিলেন পেশাদার ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রোর বর্ষসেরা একাদশের ২৬ জনের সংক্ষিপ্ত তালিকায় সুযোগ পেয়ে। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের বাইরের এই দুই কিংবদন্তিই শুধু ছিলেন তালিকায়।

ফিফপ্রোর বর্ষসেরা একাদশে অবশ্য জায়গা হয়নি মেসি-রোনালদোর।  ২০০৭ সাল থেকে ২০২৩ পর্যন্ত টানা ১৭ বছর এই একাদশে জায়গা পেয়েছিলেনে মেসি। সেই রাজত্বের অবসান হলো এবার।

 সোমবার প্রকাশিত বর্ষসেরা একাদশের এই তালিকায় চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল মাদ্রিদের রয়েছেন ৬ জন। টানা চারবার প্রিমিয়ার লিগ জেতা ম্যানচেস্টার সিটির আছেন চারজন। দুই ক্লাবের বাইরে একাদশে জায়গা পেয়েছেন শুধু লিভারপুলের ভার্জিল ফন ডাইক।

মেয়েদের বর্ষসেরা একাদশও ঘোষণা করেছে ফিফপ্রো। দুই একাদশ নির্বাচনে ভোট দিয়েছেন ৭০টি দেশের ২৮ হাজারের বেশি পেশাদার ফুটবলার। 

ফিফপ্রোর বর্ষসেরা একাদশ

গোলরক্ষক : এদেরসন (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল) ; ডিফেন্ডার : দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ফন ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস), আন্তনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি) ; মিডফিল্ডার : জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন) ; ফরোয়ার্ড : আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে) , কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল)।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত