বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার, যিনি নায়িকা হিসাবে নিপুণ নামে পরিচিত।
তার আবেদনে এই এ নির্বাচনে সংগঠিত ‘অনিয়ম’ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি মিশা-ডিপজলের কমিটি বাতিল করে তাদের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে।
বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি করা হয়।
রিট আবেদনকারী নিপুণের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায় আবেদনটি দায়ের করেন।
এই আইনজীবী জানান, “এই নির্বাচনে অনিয়ম হয়েছে তার তদন্ত চেয়েছি। এই ফলাফল বাতিল চেয়েছি এবং বর্তমান কমিটির দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়েছি আবেদনে।”
আবেদনে সমাজ কল্যাণ সচিব, তথ্য সচিব, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালকসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।
আগামী রবিবার আবেদনটির শুনানি হতে পারে জানিয়ে পলাশ চন্দ্র রায় বলেন, জ্যেষ্ঠ আইনজীবী হিসাবে শাহ মনজুরুল হক শুনানি করবেন।
পরে আইনজীবী শাহ মনজুরুল হক বলেন, “রিট আবেদনে আমাদের গ্রাউন্ড হচ্ছে দুইটা। একটা হচ্ছে– রিট আবেদনকারী নিপুণসহ আরও কয়েকজন নির্বাচনে ভোট গ্রহণের পূর্বে নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দায়ের করেন, যেখানে বলা হয় ডিপজল সাহেবসহ কয়েকজনের পক্ষে টাকা বিতরণ করা হচ্ছে। এতে ভোটাররা প্রভাবিত হচ্ছে।”
তিনি বলেন, “নির্বাচন কমিশন সেই আবেদন নিষ্পত্তি না করেই ফল ঘোষণা করেছেন। এছাড়া ভোটের সময় দেখা গেছে– অনেক ভোটার উপস্থিত ছিলেন না। ভোটে জাল-জালিয়াতির ঘটনা ঘটেছে। এজন্য হাইকোর্টে আবেদন করে এই অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশনা চেয়েছি।”
গত ২০ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন হয়। এতে মাহমুদ কলিকে হারিয়ে মিশা সওদাগর সভাপতি এবং নিপুণ আক্তারকে হারিয়ে মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সেই নির্বাচনের ফল ঘোষণার এতদিন পরে কেন রিট আবেদন হলো জানতে চাইলে আইনজীবী মনজুরুল হক বলেন, “ভোটে জাল-জালিয়াতির ঘটনা সেই সময় জানা যায়নি। এটি এখন আস্তে আস্তে বের হয়ে আসছে। এজন্য রিট দায়ের করতে দেরি হয়েছে।”
শিল্পী সমিতির গতবারের নির্বাচনেও ঘোষিত ফলাফলে হেরেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। পরে তিনি আদালতে গিয়েছিলেন। তাতে জয়ী ঘোষিত জায়েদ খানের প্রার্থিতা বাতিল হলে নিপুণ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।