Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

চলচ্চিত্রকার শ্যাম বেনেগালের জীবনাবসান

শ্যাম বেনেগাল
শ্যাম বেনেগাল
[publishpress_authors_box]

ভারতীয় সিনেমার প্রথিতযশা পরিচালক শ্যাম বেনেগাল মারা গেছেন।

মুম্বাইয়ের ওকহার্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার স্থানীয় সময় ৬ টা ৩৮ মিনিটে তার মৃত্যু হয়।

ভারতের খ্যাতনামা এই নির্মাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : দ্য মেকিং অব আ নেশন’ ছবিটি পরিচালনা করেছিলেন। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি তার পরিচালিত ও মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা।

বর্ষীয়ার এই পরিচালক গত ১৪ ডিসেম্বর ৯০ বছর পূর্ণ করেন। জন্মদিনের মাত্র নয় দিনের মাথায় মারা গেলেন তিনি।

মুজিব ছবির সেটে অভিনেতা আরেফিন শুভর সঙ্গে শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত
মুজিব ছবির সেটে অভিনেতা আরেফিন শুভর সঙ্গে শ্যাম বেনেগাল। ছবি : সংগৃহীত

শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন। তবে সম্প্রতি তার অবস্থা বেশ খারাপ হয়ে পড়ে। সে কারণেই হাসপাতালে ভর্তি করতে হয়।

শ্যাম বেনেগাল নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো, জুবাইদা, মন্থন, ভূমিকা, জুনুন, মান্দি, সুরাজ কা সাতওয়া ঘোড়া, মাম্মো এবং সরদারি বেগম। বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পরিচিত নাম হয়ে ওঠেন ‘মুজিব’ চলচ্চিত্রটি নির্মাণের মধ্য দিয়ে।

চলচ্চিত্র ছাড়াও বেশকিছু তথ্যচিত্র ও টেলিভিশনের জন্য সিরিয়াল নির্মাণ করেছেন তিনি। ক্যারিয়ার শুরু করেছিলেন কপি রাইটার হিসেবে। ১৯৬২ সালে গুজরাটি ভাষায় নির্মাণ করেন প্রথম তথ্যচিত্র, যার নাম ছিল ঘের বেঠা গঙ্গা। ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের পরিচালক হিসেবেও কাজ করেছেন ১৯৮০ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত।

চলচ্চিত্র নির্মাণ করে পেয়েছেন অসংখ্য সম্মাননা। যার মধ্যে রয়েছে কয়েকটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত