Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
Beta
মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪

ধনীদের আয়করের হারে রেহাই দিয়ে অর্থবিল পাস

৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
Picture of বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

কালো টাকার সাদা করার সুযোগ রেখে, আয়করের হারে ধনীদের রেহাই দিয়ে, অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারসহ আরও কিছু পরিবর্তন এনে জাতীয় সংসদে অর্থবিল ২০২৪ পাস হয়েছে।

১ জুলাই (সোমবার) থেকে শুরু হতে যাওয়া ২০২৪-২৫ অর্থবছরেও ব্যক্তি করদাতাদের সর্বোচ্চ ধাপে করহার ২৫ শতাংশই থাকছে; অর্থমন্ত্রী বাজেট প্রস্তাবে এটি ৩০ শতাংশ করার প্রস্তাব করেছিলেন।

তবে বেশি আয় যারা করছেন, সেই ধনীরা আয়করে এক বছর রেহাই পাবেন। পরের ২০২৫-২৬ করবর্ষ থেকে সর্বোচ্চ করধাপ ৩০ শতাংশই হবে।

শনিবার এ সংশোধন গ্রহণ করে জাতীয় সংসদে অর্থবিল ২০২৪ পাস হয়েছে। এতে করভার লাঘবে এ পরিবর্তন আনার কথা বলা হয়েছে।

ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক করমুক্ত আয়সীমা না বাড়ালেও ধনীদের করহার কমিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী মাহমুদ আলী। বাজেটে সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করার প্রস্তাব করা হলেও অর্থবিল পাসের সময় তা প্রত্যাহার করা হয়েছে। ফলে আগের মতোই সর্বোচ্চ করহার থাকবে ২৫ শতাংশ। এতে ধনীদের কর কম দিতে হবে।

এছাড়া কালোটাকা সাদা করার সুযোগ–সংক্রান্ত প্রস্তাবও পাস করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এক বছরের জন্য ১৫ শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে কেউ প্রশ্নও তুলবে না।

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গত ৬ জুন জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন। তাতে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য ধরা হয়। আর মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে।

প্রস্তাবিত এই বাজেটে মূল্যস্ফীতির চাপ আর অর্থনীতির বাস্তবতায় নতুন বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি থাকলেও তাতে সাড়া দেননি অর্থমন্ত্রী মাহমুদ আলী। তবে করধাপে পরিবর্তন এনে তিনি মধ্যম সারির করদাতাদের কিছুটা ছাড় দিয়েছেন।

অর্থ আইন অনুযায়ী, সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হবে না। পরবর্তী ১ লাখ টাকা আয়ে কর দিতে হবে ৫ শতাংশ হারে। আগে সাড়ে ৪ লাখ টাকা পরবর্তী ৩ লাখ টাকা আয়ের উপর ১০ শতাংশ হারে কর দেওয়া লাগত। এখন সাড়ে ৪ লাখ টাকা পরবর্তী ৪ লাখ টাকা পর্যন্ত আয়ে ওই হারে কর দিতে হবে।

পরের ধাপে সাড়ে ৮ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার আয়ের জন্য কর দিতে হবে ১৫ শতাংশ হারে। এখন সাড়ে ৭ লাখ টাকা পরবর্তী ৪ লাখ টাকার উপরে ১৫ শতাংশ হারে কর দিতে হয়।

২০২৩-২৪ অর্থবছরের বাজেট অনুযায়ী সাড়ে ১১ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার জন্য ২০ শতাংশ হারে কর দিতে হয়। এবার সাড়ে ১৩ লাখ টাকা পরবর্তী ৫ লাখ টাকার জন্য আয়কর দিতে হবে ২০ শতাংশ হারে।

এরপর সাড়ে ১৮ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট যেকোনো পরিমাণ আয়ের উপর কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী ১ জুলাই থেকে শুরু হওয়া ২০২৪-২৫ অর্থবছর এবং পরের ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ১৮ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট যে কোনো পরিমাণ আয়ের উপর ৩০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব করেছিলেন।

অর্থবিলে এই প্রস্তাবের সংশোধন এনে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সাড়ে ১৮ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট যে কোনো পরিমাণ আয়ের উপর ২৫ শতাংশ হারে কর আরোপ করা হয়েছে।

তবে ২০২৫-২৬ অর্থবছরে সাড়ে ১৮ লাখ টাকা পরবর্তী অবশিষ্ট যে কোনো পরিমাণ আয়ের উপর ৩০ শতাংশ হারে কর আরোপের প্রস্তাব বহাল রাখা হয়েছে।

অর্থনৈতিক অঞ্চল, হাইটেক পার্কে মূলধনী যন্ত্র আমদানি শুল্কমুক্তই থাকছে

প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী মাহমুদ আলী অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন। এতদিন এই শুল্কহার শূন্য। অর্থাৎ কোনও এক্ষেত্রে কোনও আমদানি শুল্ক দিতে হতো না।

পাস হওয়া অর্থবিলে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করে আগের শূন্য শুল্কহারই বহাল রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবের পর থেকেই দেশি-বিদেশি বিনিয়োগকারীরা অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিলেন।

দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিআিইসহ অন্য ব্যবসায়ী সংগঠনগুলো বলেছিল, কর অবকাশ সুবিধার কথা জেনেই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এসেছে। ১ শতাংশ শুল্কারোপ সেই বিনিয়োগকে বাধাগ্রস্ত করবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

প্রস্তাবিত বাজেটের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতার শেষে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব প্রত্যাহার করতে অর্থমন্ত্রীকে অনুরোধ করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, “বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে মূলধনি যন্ত্রপাতির ওপর ১ শতাংশ আমদানি শুল্ক আরোপ সমীচীন নয়। আমি অর্থমন্ত্রীর কাছে আগের মত মূলধনি যন্ত্রপাতির ওপর শুল্ক শূন্য শতাংশে রাখতে বিবেচনার অনুরোধ করছি।”

তিনি বলেন, “জাতীয় সংসদে উক্ত প্রস্তাবনা উত্থাপনের পর বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃক ১ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। দেশে বিদেশি বিনিয়োগ অব্যাহত রাখা, বিদেশি বিনিয়োগের গন্তব্য হিসেবে বাংলাদেশকে আকর্ষণীয় করা, বিনিয়োগের স্থান বহির্বিশ্বে উপস্থাপন করা এবং সর্বোপরি নীতির ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে পূর্বের ন্যায় সমুদয় শুল্ক অব্যাহতি সুবিধা বজায় রাখা সমীচীন।”

সরকার প্রধান বলেন, “প্রণীত বাস্তবতায় অর্থনৈতিক অঞ্চলে অবিস্থত শিল্প ইউনিট এবং হাইটেক পার্কে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান কর্তৃক নির্মাণ সামগ্রী মূলধনি যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে প্রস্তাবিত ১ শতাংশ কাস্টম শুল্ক আরোপের সিদ্ধান্তটি প্রত্যাহর পূর্বক পূর্বের ন্যায় শূন্য শতাংশ বহাল রাখা সমীচীন বলে প্রতীয়মান হয়।”

“এই প্রেক্ষাপটে প্রস্তাবিত ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে নিয়োগপ্রাপ্ত ডেভেলপার কর্তৃক উন্নয়ন কার্যব্যবহার্য পণ্য আমদানিতে যথাক্রমে ১ শতাংশ ও ৫ শতাংশ কাস্টমস শুল্ক প্রত্যাহার পূর্বক পূর্বের ন্যায় শূন্য বহাল রাখা সমীচীন বলে আমি মনে করি।”

“এ জন্য প্রয়োজনীয় সংশোধন আনা দরকার। এটা আনা হবে। আমি আশা করি অর্থমন্ত্রী এটা গ্রহণ করবেন” বলেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত