Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

পুরানা পল্টনে মানিকগঞ্জ হাউজের আগুন নিয়ন্ত্রণে

মানিকগঞ্জ হাইজের জানালা গলে এভাবেই ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি : সকাল সন্ধ্যা
মানিকগঞ্জ হাইজের জানালা গলে এভাবেই ধোঁয়া বের হতে দেখা যায়। ছবি : সকাল সন্ধ্যা
[publishpress_authors_box]

ঢাকার পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউজ নামে একটি ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুন লাগে। খবর পেয়ে ৯ টা ২৪ মিনিটেই আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। ছয়টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

পরে বেলা ১১টা ৩৫ মিনিটে পুরোপুরি নেভানো হয় ভবনটির আগুন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানিয়েছে, চার তলা ভবনটির দ্বিতীয় তলার একটি ল চেম্বার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এছাড়া উদ্ধার কাজে সহায়তার জন্য দুই প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি সদর দপ্তর।

এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নেভানোর পর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন।

ব্রিফিংয়ে তিনি বলেন, পুরনো এই ভবনটিতে আগুন নেভানোর জন্য কয়েকটি ফায়ার এক্সটিংগুশায়ার ছাড়া তেমন কোনও ব্যবস্থা ছিল না।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত