Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪
Beta
রবিবার, ৭ জুলাই, ২০২৪

চট্টগ্রামে রিয়াজউদ্দিন বাজারে অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু

fire
Picture of বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

বিশেষ প্রতিনিধি, সকাল সন্ধ্যা

চট্টগ্রামের পাইকারি মার্কেট রিয়াজউদ্দিন বাজারে বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন নারী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আগুনে প্রাণ হারানো তিনজনের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন- চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা মো. রিদুয়ান (৪৫) ও মো. শাহেদ (১৮)। ‍মৃত অপরজনের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

রিয়াজউদ্দিন বাজারে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে বাজারের চারতলা একটি মার্কেটের দ্বিতীয় তলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

চারটি ফায়ার স্টেশনের আটটি ইউনিটের চেষ্টায় শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, “রিয়াজউদ্দিন বাজারে প্রবেশের পথ এতটাই সরু যে সেখানে আমাদের গাড়ি প্রবেশ করানো যায়নি। ক্রেনও নেওয়া যায়নি। আমরা প্রধান সড়ক থেকে পাইপ নিয়ে পানি ছিটিয়ে আগুন নিভিয়েছি। এজন্য আগুন নেভাতে অনেক সময় লেগে যায়।”

অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলেই একজনের মরদেহ পুলিশকে বুঝিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

আগুন লাগার কারণ সম্পর্কে আবদুর রাজ্জাক বলেন, “প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। একটি ভবনের সঙ্গে আরেকটি ভবন লাগোয়া হওয়ায় আগুন ছড়িয়ে পড়ে ও নিয়ন্ত্রণে আনতে সমস্যা হয়।”

চট্টগ্রামের তামাকুমণ্ডি লেইন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক জানান, রিয়াজউদ্দিন বাজারের আটতলাবিশিষ্ট রেজওয়ান কমপ্লেক্সের ব্রাদার্স টেলিকম নামের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর ওই দোকান থেকে পাশের মার্কেট মোহাম্মদিয়া প্লাজাতেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানে মোবাইলের যন্ত্রাংশসহ বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকান রয়েছে।

আগুনের ধোঁয়ায় দমবন্ধ হয়ে প্রাণহানি ঘটে বলে ধারণা তার।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত