ভারতের পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত নবজাতকের মৃত্যু হয়েছে।
দিল্লির ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় দৈনিক দ্য হিন্দু।
দিল্লি ফায়ার সার্ভিসেসের (ডিএফএস) প্রধান অতুল গর্গ বলেছেন, শনিবার রাতে হাসপাতালটিতে আগুন লাগে।
সেসময় ঘটনাস্থল থেকে ১২ নবজাতককে উদ্ধার করা হয়। তবে তাদের মধ্যে সাতজনকে বাঁচানো যায়নি।
উদ্ধার হওয়া বাকি পাঁচ শিশুর চিকিৎসা অন্য একটি হাসপাতালে চলছে বলে জানান ডিএফএস প্রধান গর্গ।
অগ্নিকাণ্ডের বিষয়ে দিল্লির জ্যেষ্ঠ এক পুলিশ কর্মকর্তা জানান, পূর্ব দিল্লির বিবেক বিহার এলাকায় বেবি কেয়ার নিউ বর্ন হাসপাতাল নামের শিশু হাসপাতাল ও তার পাশের একটি ভবনে শনিবার রাত ১১টার দিকে অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়দের সহায়তায় হাসপাতাল থেকে শিশুদের উদ্ধার করে অন্য একটি হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় আরও এক নবজাতক প্রাণ হারায় বলে জানান পুলিশের ওই জ্যেষ্ঠ কর্মকর্তা।
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, সাত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য দিল্লির গুরু তেগ বাহাদুর হাসপাতালে পাঠানো হয়েছে।
বেবি কেয়ার নিউ বর্ন হাসপাতালের মালিক নবীন কিচির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।