Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
Beta
শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

বনানীর বস্তিতে আগুন, নিভল এক ঘণ্টা পর

শনিবার ভোরে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
শনিবার ভোরে লাগা আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
[publishpress_authors_box]

ঢাকার বনানীর কে ব্লকের ২২ নম্বর রোডের বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। শনিবার ভোরে লাগা এই আগুন এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টায় বনানী কে ব্লকের ২২ নম্বর রোডের বস্তিতে আগুন লাগার খবর আসে। এরপর ৫টা ৪১ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

পরে ফায়ার সার্ভিসের আরও ৬টি ইউনিট অগ্নিনির্বাপণী কাজে যোগ দেয় জানিয়ে বার্তায় বলা হয়, বারিধারা, তেজগাঁও ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট সাতটি ইউনিটের চেষ্টায় সকাল ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুন লেগেছে বা আগুনে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এর আগে গত বুধবার ঢাকার মহাখালী-বনানীর কড়াইল বস্তির গুলশান লেকের পাশের অংশে আগুন লাগে। সেদিন বিকালে লাগা আগুনও এক ঘণ্টায় চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত