Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫
Beta
শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫

সচিবালয়ে আগুন, ফায়ার ফাইটারের মৃত্যু

৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
৬ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
[publishpress_authors_box]

ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের সাত নম্বর ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাত ১টা৫০ মিনিটের দিকে লাগা আগুন বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে সচিবালয়ের সামনের সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে এক ফায়ার ফাইটারের।

বৃহস্পতিবার সকালে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন।

নিহত ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়ন (২৪) রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপনিয়া গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। ২০২২ সালের অক্টোবরে তিনি ফায়ার সার্ভিসের চাকরিতে যোগ দিয়েছিলেন।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাত ১টা ৫০ মিনিটের দিকে সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ তলায় আগুন লাগে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ১টা ৫৪ মিনিট থেকে ফায়ার সার্ভিস আগুন নেভাতে কাজ শুরু করে। সকাল ৮টা ৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

আগুন নেভানোর কাজে যোগ দেওয়া ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাহাঙ্গীর আলম বলেন, একটি পাইপ নিয়ে রাস্তা পার হয়ে সচিবালয়ের দিকে আসার পথে ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

“আগুন নিভে যাওয়ায় এখন ভেতরে কী হচ্ছে তা আমরা দেখব। পুরো সার্চ করার ভেতরে কোনও কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাব।”

এ ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হবে জানিয়ে তিনি বলেন, “ইতোমধ্যে ক্যাবিনেট সেক্রেটারিকে (মন্ত্রিপরিষদ সচিব) নির্দেশনা দেওয়া হয়েছে, হোম সেক্রেটারিকে (স্বরাষ্ট্র সচিব) নির্দেশনা দেওয়া হয়েছে হাই পাওয়ারের একটি তদন্ত কমিটি করে দেওয়ার জন্য।”

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। তদন্তের পর এ বিষয়ে বলতে পারবেন বলে জানান তিনি।

সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এর আগে ফায়ার সার্ভিসের মিডিয়া সেল থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, রাতে আগুন লাগার খবর পেয়ে প্রথম ফায়ার সার্ভিসের আটটি ইউনিট অগ্নিনির্বাপণী কাজে যোগ দেয়। পরে আরও ১০টি ইউনিটসহ সবমিলিয়ে ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়।

নিহত ফায়ার ফাইটার সোয়ানুর সম্পর্কে খুদে বার্তায় জানানো হয়, ফায়ার সার্ভিসের ৬১তম ব্যাচের এই সদস্যের মূল কর্মস্থল ছিল সিলেটের বিশ্বনাথ ফায়ার স্টেশন। তবে তাকে ঢাকার তেজগাঁও ফায়ার স্টেশনে সংযুক্ত করা হয়েছিল।

ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের জানাজা বৃহস্পতিবার বাদ জোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের অনুষ্ঠিত হবে বলেও খুদে বার্তায় জানানো হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত