ঢালিউড নায়িকা শবনম বুবলী বছরের শুরুতেই চমক দিলেন। পিনিক নিয়ে হাজির হলেন এই অভিনেত্রী।
শনিবার নিজের ফেইসবুক পেইজে বুবলী শেয়ার করলেন তার নতুন সিনেমা পিনিক-এর পোস্টার।
দেখা গেছে তাকে ভিন্ন এক লুকে। চোখে সানগ্লাস, স্কার্ফে মাথা ঢাকা আর মুখটা একটা দরজা খোলা পাখির খাঁচার মাঝে! সব মিলিয়ে বেশ একটা রহস্যময় আবহ!
পিনিক-এ বুবলীর বিপরীতে আছেন আদর আজাদ। কক্সবাজার ও রামুর বিভিন্ন এলাকায় এই সিনেমার শুটিং হয়েছে। পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।
এই সিনেমায় আরও অভিনয় করছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দুসহ অনেকেই।
সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট এবং সহপ্রযোজনায় আছেন অভিনয়শিল্পী শিমুল খান।
পিনিক একটি সাইকো-থ্রিলার-অ্যাকশন সিনেমা জানিয়ে শিমুল খান একটি জাতীয় দৈনিককে বলেন, “এমন বুবলীকে এর আগে কেউ দেখেননি। একেবারে নতুন, অন্য রকম একজন। পর্দায় তাঁকে দেখার পর যে কেউ চমকে যাবেন। এমনিতে আমাদের এই ছবির একটি চরিত্র ছাড়া সব কটিই নেগেটিভ। প্রতিশোধ ও পাল্টা–প্রতিশোধের গল্প।“
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের রোজার ঈদে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।