Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
Beta
বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

রাঙ্গামাটির প্রথম নারী জেলা প্রশাসক ইশরাত

ss-israt-farzana-271124
[publishpress_authors_box]

প্রথম নারী জেলা প্রশাসক পেতে যাচ্ছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। সেখানকার নতুন জেলাপ্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন ইশরাত ফারজানা।

গত ১২ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ঠাকুরগাঁও জেলায় যোগ দেন ইশরাত ফারহানা। সেখানে দায়িত্বপালনের আড়াই মাসের মধ্যেই নতুন আদেশে রাঙ্গামাটির জেলা প্রশাসক হিসেবে বদলি হলেন তিনি।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব আমিনুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে তার নিয়োগের আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।

এর আগে রাঙ্গামাটির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে ২০২৩ সালের জুলাই থেকে দায়িত্ব পালন করছেনন মোহাম্মদ মোশারফ হোসেন খান।

৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। তারপর দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে শুরু হয় রদবদল। কেউ পদত্যাগ করেন, কাউকে বহিষ্কার করা হয়।

এরপর ৯ নভেম্বর দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। ধীরে ধীরে নিয়োগ দেওয়া হয় অন্যান্য জেলাতেও। কোথাও কোথাও বদলি করা হয় জেলা প্রশাসককে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত