Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
Beta
বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫

বাংলাদেশের ৪ শিরোপার বছরে স্প্যানিশ ফুটবল সুরভি

টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। ছবি : বাফুফে
টানা দ্বিতীয়বার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী দল। ছবি : বাফুফে
[publishpress_authors_box]

শেষ হতে চলেছে ২০২৪ সাল। ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে এ বছর। বাংলাদেশ প্রথমবার পাকিস্তানকে টেস্টে হোয়াইটওয়াশ করেছে তাদেরই মাটিতে।  সকাল সন্ধ্যার ধারাবাহিক বর্ষ পরিক্রমায় ফিরে দেখা যাক ফুটবল।

ছেলে বা মেয়েদের ফুটবল বিশ্বকাপ থেকে আলোকবর্ষ দূরে বাংলাদেশ। এমন একটি দলের এক বছরে চার শিরোপা জেতা বড় ঘটনাই। এর একটি এসেছে মেয়েদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে। আর তিনটি বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্টে।

ফেব্রুয়ারিতে মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। নির্ধারিত সময়ে সমতার পর ম্যাচ কমিশনারের অদ্ভুতুড়ে টস কাণ্ডে ভারতকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল প্রথমে।

বাংলাদেশের আপত্তিতে ম্যাচ কমিশনার তার সিদ্ধান্ত পাল্টালে ভারত আর টাইব্রেকারে অংশ নিতে রাজি হয়নি। প্রায় আড়াই ঘণ্টার অচলাবস্থার পর যৌথ চ্যাম্পিয়ন করা হয় দুই দলকে।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ সাফে ভারতের সঙ্গে যৌথভাবে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

মার্চ মাসে নেপালের ললিতপুরে অনূর্ধ্ব-১৬ মেয়েদের সাফের ফাইনালে টাইব্রেকারে ভারতকে ৩-২ ব্যবধানে হারায় বাংলাদেশ। নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা ছিল ফাইনালটা।

আগস্টে নেপালের সেই লতিতপুরেই ছেলেদের অনূর্ধ্ব-২০ সাফের ফাইনালে নেপালকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। ফাইনালে দুটিসহ মিরাজুল ইসলাম করেন টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৪ গোল।

অক্টোবরে সাফে নেপালকে ফাইনালে হারিয়ে গতবার জেতা শিরোপাটা ধরে রাখেন সাবিনা-ঋতুপর্ণারা। কাঠমান্ডুতে বাংলাদেশ জিতেছিল ২-১ গোলে। সাফের সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা চাকমা।

মেয়েদের সিনিয়র দল ৮ ম্যাচে পেয়েছে ৫ জয়। ড্র একটি, হেরেছে দুই ম্যাচ।

ছেলেদের জাতীয় দলের হতাশা

মেয়েদের মতো এত সফল ছিলেন না ছেলেদের জাতীয় দলের ফুটবলাররা। ৮টি আন্তর্জাতিক ম্যাচে খেলে মাত্র ২টিতে জিতেছে বাংলাদেশ। হারিয়েছে ভুটান ও মালদ্বীপকে। এই দুই দলের সঙ্গে হেরেছেও একটি করে ম্যাচ। ২০১৬ সালে ভুটানের কাছে প্রথম হারের আট বছর পর আরও একবার তাদের কাছে পেতে হয় হারের লজ্জা।

বাংলাদেশের অন্য ৪টি হার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে। ফিলিস্তিনের কাছে দুটি হারের পাশাপাশি অন্য দুটি অস্ট্রেলিয়া ও লেবাননের কাছে।

মাঠের বাইরের হালচাল

বছরের অন্যতম আলোচিত ঘটনা বাফুফে থেকে কাজী সালাহউদ্দিনের বিদায়। বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েও সরে যান তিনি।  শেষ হয় তার ১৬ বছরের অধ্যায়। বিদায় নিয়েছেন সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী, সহসভাপতি কাজী নাবিলরাও। বাফুফের সভাপতি পদে বিপুল ভোটে জিতেছেন তাবিথ আউয়াল।

হামজা চৌধুরী এখন বাংলাদেশের।

বছরের শেষ দিকে আলোচিত ঘটনা ছিল বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলার অনুমতি পাওয়া। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকাকে পাওয়া বিদায়ী বছরে বড় প্রাপ্তি বাংলাদেশের ফুটবলে। আগামী বছর মার্চ মাসে বাংলাদেশের জার্সিতে অভিষেক হবে তার।

কিংসের ট্রেবল

ক্লাব ফুটবলে টানা পঞ্চমবার প্রিমিয়ার লিগে জিতে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে বসুন্ধরা কিংস। পাশাপাশি ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতে ট্রেবলও পূর্ণ করেছে তারা।

তবে ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর স্পনসররা সরে যাওয়ায় শেখ জামাল-শেখ রাসেলের মতো ক্লাব দল না গড়ে সরে দাঁড়ায় প্রিমিয়ার লিগ থেকে।

আন্তর্জাতিক ফুটবলে স্পেনের সুবাস

ইউরো-বিশ্বকাপ-ইউরো, ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত অনন্য এই কীর্তিটা ছিল স্পেনের। এরপর পাসের ফোয়ারা ফুটিয়ে খেলা দলটি ভুগছিল শিরোপা খরায়। লামিনে ইয়ামাল, রদ্রি, নিকো উইলিয়ামস, দানি ওলমোদের জাদুকরী ফুটবলে সেটা দূর হয় এবারের ইউরোয়।

ইউরো জিতেছে স্পেন।

নতুন কোচ লুইস দে লা ফুয়েন্তের হাত ধরে বদলে যাওয়া স্পেন নতুন সুরভি ছড়িয়েছে ইউরোয়। ফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে স্পেন জেতে রেকর্ড চতুর্থ ইউরো। পেছনে ফেলে জার্মানির তিন শিরোপা জয়ের রেকর্ড। ইয়ামাল, রদ্রি, উইলিয়ামসদের জাদুকরী ফুটবলে মন্ত্রমুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব।

ইউরোর পাশাপাশি অলিম্পিকেও জাদু দেখায় স্পেন। ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ৫-৩ গোলে হারিয়ে জেতে সোনা। মেয়েদের ফুটবলে ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে সোনা জেতে যুক্তরাষ্ট্র।

আর্জেন্টিনার বাজিমাত

কোপা-বিশ্বকাপ-কোপা জিতে চক্রপূরণই করে লিওনেল মেসির আর্জেন্টিনা। লাতিনে প্রথম কোনো দল হিসেবে মর্যাদার টানা তিনটি শিরোপা জয়ের কীর্তি তাদের। গ্রুপে টানা তিন ম্যাচ জেতা আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ৪-২-এ হারায় ইকুয়েডরকে।

কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা।

লিওনেল মেসির পেনাল্টি মিসের মাশুল গুণতে হয়নি এমিলিয়ানো মার্তিনেস বীরত্বে। ব্রাজিল অবশ্য টাইব্রেকারেই হেরে যায় উরুগুয়ের কাছে।

আর্জেন্টিনা সেমিফাইনালে ২-০ গোলে কানাডাকে হারানোর পর ফাইনালে ১১২ মিনিটে করা লাওতারো মার্তিনেসের গোলে উরুগুয়েকে হারিয়ে জেতে শিরোপা। কোপায় সবচেয়ে বেশি ৫ গোল করেছিলেন লাওতারো মার্তিনেসই। চোটের জন্য ফাইনালে দর্শক ছিলেন মেসি।

ব্যালন ডি’অর রদ্রির, দ্য বেস্ট ভিনিসিয়ুস

২৮ অক্টোবর প্যারিসের থিয়েটার দু শাতলের আলো ঝলমলে রাতে ব্যালন ডি’অরের প্রত্যাশাই করেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। কিন্তু পুরস্কারটা জেতেন স্পেনকে ইউরো আর ম্যানসিটিকে প্রিমিয়ার লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রদ্রি। ম্যানচেস্টার সিটির এই মিডফিল্ডার মঞ্চে উঠেছেন ক্র্যাচে ভর করে। তবে  ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না পাওয়া মেনে নেয়নি রিয়াল। প্রতিবাদে পুরো অনুষ্ঠান বয়কট করে তারা।

ফিফা দ্য বেস্ট হয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ফিফা দ্য বেস্টেও লড়াই ছিল ভিনিসিয়ুস ও রদ্রির। এই পুরস্কারে শেষ হাসিটা ভিনিসিয়ুসের। ৪৮ পয়েন্ট পেয়ে ফিফা দ্য বেস্টের মুকুটটা এই ব্রাজিলিয়ানের। ৪৩ পয়েন্ট পেয়ে রদ্রি দ্বিতীয় আর ৩৭ পয়েন্ট পাওয়া জুড বেলিংহাম হয়েছেন তৃতীয়।

ইউরোপিয়ান লিগের হালচাল

ইউরোপে মর্যাদার পাঁচ লিগের মধ্যে প্রিমিয়ার লিগ জিতেছিল ম্যানচেস্টার সিটি, লা লিগা রিয়াল মাদ্রিদ, সিরি ‘এ’ইন্টার মিলান, বুন্দেসলিগা বেয়ার লেভারকুসেন আর ফ্রেঞ্চ লিগ পিএসজি।

ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে যোগ দেওয়ায় রিয়ালের শক্তি বাড়ার কথা আরও। তবে ভিনিসিয়ুস আর এমবাপ্পের পছন্দের জায়গা উইংয়ের বাম প্রান্ত, এজন্য ফরাসি অধিনায়ক এলেও জায়গা বদলে খেলায় চেনা ছন্দে পাওয়া যায়নি তাকে।

রেকর্ড ১৫তম চ্যাম্পিয়নস লিগ জিতেছে রিয়াল মাদ্রিদ।

একই ভাবে প্রায় একই খেলোয়াড় নিয়ে ম্যানচেস্টার সিটির ছন্দ হারানোটা বিস্ময়কর। প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৬ হারে টানা চারবারের চ্যাম্পিয়নরা নেমে গেছে পয়েন্ট টেবিলের ৭ নম্বরে।

ক্রিস্তিয়ানো রোনালদো পেশাদার ক্যারিয়ারে স্পর্শ করেছেন সর্বোচ্চ ৯০০ গোলের মাইলফলক। তার লক্ষ্য এখন এক হাজার গোলের চূড়ায় পা রাখা।

এছাড়া ফুটবল থেকেই অবসর নিয়েছেন টনি ক্রুস। তবে শুধু আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আনহেল দি মারিয়া। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন জার্মানির টমাস মুলার ও ম্যানুয়েল নয়্যারও।

গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে সংঘর্ষে ঝরে পড়েছে শতাধিক প্রাণ। ফুটবলে বছরের সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল এটাই।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত