Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
Beta
মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নতুন পরিকল্পনা কমিশন গঠন, নেতৃত্বে প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
[publishpress_authors_box]

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চেয়ারম্যান করে নতুন পরিকল্পনা কমিশন গঠন করেছে সরকার।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে। সেখানে গত ১৮ জানুয়ারি জারি করা প্রজ্ঞাপন বাতিলের পাশাপাশি নতুন প্রজ্ঞাপন অনতিবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।

২০০৯ সালের ১৯ জানুয়ারি জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী, ভাইস চেয়ারম্যান হবেন পরিকল্পনামন্ত্রী।

তীব্র ছাত্র-গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়লে সংসদ বিলুপ্ত করেন রাষ্ট্রপতি। এরপর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যার প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

সে হিসেবে ড. ইউনূসই এখন সরকার প্রধান, তিনিই হলেন পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান।

রাষ্ট্রপতির আদেশে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ‘বাংলোদেশ পরিকল্পনা কমিশন’ গঠন করেছে। যার চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন প্রধান উপদেষ্টা এবং বিকল্প চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন অর্থ উপদেষ্টা।

নতুন কমিশনের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন পরিকল্পনা উপদেষ্টা, সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন পরিকল্পনা বিভাগের সচিব।

প্রজ্ঞাপন কমিশনের কার্যপরিধিও উল্লেখ করা হয়।

সেখানে বলা হয়, কমিশন চেয়ারপারসনের সভাপতিত্বে দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা, জাতীয় অর্থনৈতিক পরিষদে অনুমোদনের জন্য বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) খসড়া চূড়ান্ত করবে।

এছাড়াও জাতীয় অর্থনৈতিক পরিষদের জন্য স্বল্প, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার বাস্তবায়ন পর্যালোচনা ও হালনাগাদ করা এবং জাতীয় পরিকল্পনার সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়াদি পর্যালোচনা ও আন্তঃমন্ত্রণালয় মতপার্থক্য দূর করবে এই কমিশন। প্রয়োজনে এই কমিশনের ভাইস চেয়ারপারসনের সভাপতিত্বে বাংলাদেশ পরিকল্পনা কমিশনের বর্ধিত সভা করা যাবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ

ad

সর্বাধিক পঠিত