Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫
Beta
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫

স্ত্রী-ছেলেসহ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আব্দুর রাজ্জাক
আব্দুর রাজ্জাক
[publishpress_authors_box]

সাবেক কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক, তার স্ত্রী শিরিন আখতার বানু এবং ছেলে রেজওয়ান শাহনেওয়াজ সুজিতের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেয়। 

দুদকের সহকারি পরিচালক আব্দুল মালেকের করা আবেদনে বলা হয়, আব্দুর রাজ্জাক এবং তার অন্য আত্মীয় স্বজনদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য, দলীয়পদ ও মনোনয়ন বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, সরকারি জমি আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নূর আলীর মাধ্যম শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। সেই সঙ্গে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বর্হিভূত সম্পদও অর্জন করেছেন বলে অভিযোগ রয়েছে, যার অনুসন্ধান চলছে।

দুদক জানতে পেরেছে তারা দেশত্যাগের চেষ্টা করছেন, কিন্তু অনুসন্ধানের স্বার্থে তা ঠেকানো প্রয়োজন।

গত বছর ১৪ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে ঢাকার ইস্কাটন এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর তাকে একধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এছাড়া রবিবার একই আদালত এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান এস এম পারভেজ তমালের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে বলা হয়, এস এম পারভেজ তমাল এনআরবিসি ব্যাংক পিএলসির চেয়ারম্যান থেকে পারভেজ তমাল অন্যদের সঙ্গে যোগসাজসে শেয়ার বাজার কারসাজি ও অন্যান্য অপরাধের মাধ্যমে অর্থ উপার্জন ও মানি লন্ডারিং করেছেন। তার দেশত্যাগের প্রচেষ্টার তথ্য পাওয়া যাচ্ছে। তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত