Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫
Beta
শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার

এস কে সুর চৌধুরী।
এস কে সুর চৌধুরী।
[publishpress_authors_box]

সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এস কে সুর) গ্রেপ্তার করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানিয়েছে, মঙ্গলবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

দুদকের পক্ষে মাহমুহ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন। শুনানিতে এস কে সুরের পক্ষে কোনও আইনজীবী ছিলেন না। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী দাখিল না করায় গত ২৩ ডিসেম্বর এস কে সুর, তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুর চৌধুরীর বিরুদ্ধে মামলা করে দুদক।

কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গর্ভনর থাকাকালে এস কে সুরের বিরুদ্ধে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ ওঠে।

এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। অবসরে যাওয়ার পর তিনি বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের (পি কে হালদার) ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেন ও সুবিধা নিয়েছেন; কয়েকজন আসামির জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য।

পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চ মাসে তাকে দুদকে তলব করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত