কক্সবাজারের সমুদ্র সৈকতে খুলনা সিটি করপোরেশনের সাবেক এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা, যিনি স্বেচ্ছাসেবক লীগেরও নেতা।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।
নিহত নিহত গোলাম রব্বানী টিপু (৫৫) খুলনা সিটির দৌলতপুর থানার দেয়ানা উত্তরপাড়ার হোসেন শাহ রোডের মো. গোলাম আকবরের ছেলে। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং স্বেচ্ছাসেবক লীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি।
এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে শেখ হাসান ইফতেখার ওরফে সালু (৫৩) নামে একজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র্যাব। হাসান খুলনা সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং আওয়ামী লীগের ওই ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।
লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার শহরে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সীগালের সামনে রাস্তার ফুটপাতে অজ্ঞাত দূর্বৃত্তরা গোলাম রব্বানীকে মাথায় গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে টিপু বৃহস্পতিবার সকালে হাসানের সঙ্গে রুমি নামে এক নারীসহ কক্সবাজারের গোল্ডেন হিল হোটেলে ওঠেন জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, সন্ধ্যার পর ওই নারীকে সঙ্গে নিয়ে টিপু হোটেল থেকে বের হন। পরে রাত ৯টার দিকে সমুদ্র সৈকত সংলগ্ন হোটেল সিগালের সামনের ফুটপাতে অজ্ঞাত দূর্বৃত্তদের গুলিতে টিপু মারা যান। ঘটনার পর থেকে ওই নারী পলাতক রয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে রাতেই র্যাবের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে রাতে গোল্ডেন হিল হোটেলের কক্ষ থেকে শেখ হাসান ইফতেখারকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ বলেন, ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।