Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫
Beta
রবিবার, ৫ জানুয়ারি, ২০২৫

ডিএমপির সাবেক কমিশনার ফারুকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Verdict
[publishpress_authors_box]

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক ও তার স্ত্রী শারমিন আক্তার খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে বুধবার (১ জানুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দিয়েছে। দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পক্ষে প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেয়।

আবেদনে বলা হয়, তাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে তিন হাজার কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচার করার অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানে গোপন সূত্রে জানা গেছে, তারা বিদেশে পালানোর চেষ্টা করছেন। তারা পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো একান্ত প্রয়োজন।

২০২২ সালের ২৯ অক্টোবর ডিএমপির ৩৫তম কমিশনার হিসেবে দায়িত্ব পান খন্দকার গোলাম ফারুক। ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর অবসরে যান তিনি।

ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৭ অক্টোবর বিদেশে যাওয়ার সময় তাকে আটকে দেয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। এরপর তার কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

সর্বশেষ

সর্বাধিক পঠিত